মোর ভাবনার মাঝে –
তুমি ছিলে ফুলের কলি,
ফুটবে ফুল হয়ে,
সুঘ্রান বিলিয়ে দিবে,
আপন মানুষকে ।
কিন্তু তুমি বিকশিত হয়ে –
ভাবলে অন্য ভাবে ।
সেদিন শুনলাম –
তুমি কবিতার ছন্দ খুঁজছ,
ভাবতে শুরু করেছো,
এ বিচিত্র বিশ্ময়
পৃথিবী –
মানুষকে নিয়ে –
লিখতে শুরু করেছো,
শুনে খুশি হলাম ।
একজন কবি যা আশা করে,
তাই আমি পেলাম ।
আমি ভাবতাম –
অনেকে কবিতা পছন্দ করেনা,
তুমি হয়তো তাদের দলে ।
কিন্তু –
তুমি সেই ভুল ভেঙ্গে দিলে,
কবিতাকে মনের আসনে স্থান দিয়ে,
উচ্চসিত করলে মোদের,
এজন্য সত্যি ধন্য ।
কবিতা চত্বরে তোমার আগমনে,
আমরা আনন্দে আপ্লুত ।
জানি না —
শেষ পর্যন্ত তুমি –
টিকে থাকতে পারবে কিনা,
এ নিয়ে মনে সংশয় জাগে ।
তবুও নির্ভয়ে এগিয়ে চলো,
তোমার নব্য আবিষ্কারে,
কি বলে সম্বোধন করি,
সেই ভাষা মোর অজানা ।
কামনা করি —
তুমি একজন জগৎখ্যাত কবি হও,
কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোল,
হাসি কান্নার বাস্তব চিত্র ।
যা অনেকে লিখতে পারেনা,
তা যেন ফুটিয়ে তুলতে পার,
তোমার লেখনীর মধ্য দিয়ে ।
কোন বাধা বিঘ্নে –
থমকে যেওনা,
সত্যের সংগ্রামে –
মোরা তোমার সাথে,
তোমার প্রথম পদচারণায়,
এই মোর অনুপ্রেরণা ।
১৯৯২ সাল