প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে সফররত আমেরিকার সর্ববৃহৎ সামাজিক সংগঠন আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী  বদরুল হোসেন খানের সাথে মতবিনিময় সভা ও সান্ধ্য ভোজের আয়োজন করে জালালাবাদ এসোসিয়েশন ইউকে।

আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতির সাথে ইউকে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়
বৃহস্পতিবার  (২৪ নভেম্বর ) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সাফি আহমেদ, চ্যানেল এস এর চেয়ারম্যান এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র  সহ সভাপতি এম এ মুনিম ওবিই, সংগঠনের অন্যতম উপদেষ্টা ও  বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা কাউন্সিলর রিতা বেগম, বাংলাদেশের সাবেক সাংসদ আলহাজ সেলিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিলেটের বৃহত্তম বেসরকারি সংগঠন ‘আইডিয়া’ এর নির্বাহী পরিচালক নজমুল হক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের অন্যতম উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে সহ সভাপতি ও বিশিষ্ট লেখক আবুল কালাম আজাদ ছুটন, সংগঠনের ট্রেজারর বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল অদুদ দিপক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ সেন্টারের সিও মুস্তাফিজুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র জয়েন্ট সেক্রেটারি ও অনুপম নিউজ টোয়েন্টিফোর এর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম, কার্যনির্বাহী সদস্য ময়নুল হক, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর কামরুল হাসান মুন্না, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, তরুণ সংগঠক দিলাল আহমেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা হাবিবুর রহমান ময়না, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শফিক, ইতালি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অলি আহমেদ শামিম, এনামুল হক, আলাউর রহমান অলি, প্রমুখ।
অনুষ্ঠানে আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সাফি ও সিলেটের বৃহত্তম বেসরকারি সংগঠন ‘আইডিয়া’ এর নির্বাহী পরিচালক নজমুল হককে জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন  মাওলানা মো: আব্দুল কুদ্দুস। সান্ধ্য ভোজের মাধ্যমে অনুস্টানের সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here