আবার এসেছে ফিরে

মোদের দ্বারপ্রান্তে,

একটি নতুন বছর,

শুভ বাংলা নববর্ষ,

এসো তোমায় বরণ করি ।

 

পুড়ুনকে বিদায় দিয়ে

নতুনকে স্বাগত জানাই,

উষ্ণ সম্ভাষণ ও মিষ্টি আমেজ

দিয়ে তোমায় গ্রহণ করি ।

 

চিরাচরিত নিয়ম অনুসারে যেমনি

বরণ করে নিতে হয়,

এক একটি দিন-মাস-বছর,

ঠিক তেমনি তোমায় বরণ করি ।

 

এ বছরটি বয়ে আনুক,

সুখ-শান্তি-সমৃদ্ধি ।

বিশ্ব মানব জাতির বন্ধন হউক,

আরো উন্নত ও সুদৃঢ় ।

 

বাংলা তার নিজস্ব ঐতিহ্য মহীয়ান,

এর ইতিহাস মোদের গৌরব ।

প্রায় দেড় হাজার বছরের গড়া বাঙালি সভ্যতা,

ও বাংলা আজ সারা বিশ্বে বিরাজমান,

গড়ে উঠেছে এক বিশ্ব বাঙালি সমাজ ।

 

বাংলা থেকে মধ্যপ্রাচ্য

আমেরিকা থেকে ইউরোপ

সবখানেই আমাদের অবস্থান,

লোহার মত সুদৃঢ় ।

 

বহু বাধা বিঘ্ন অতিক্রম করে,

ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে,

মোদের অর্জিত ফসল –

আমরা বাংলাদেশী-আমরা বাঙালি,

আমরা বাংলায় কথা বলি ।

 

ভাষার জন্য আত্মাহুতি,

স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষের

নিঃস্বার্থ বলিদান,

রক্তে রঞ্জিত সবুজ পতাকা,

একটি মানচিত্র, নিজস্ব পঞ্জিকা,

সবুজ শ্যামল শস্যে ভরা,

আমার সোনার বাংলা ।

তোমায় কত ভালবাসি ।

 

দুঃখীর দুঃখ যদি নেভাতে না পারো,

মানবের কল্যাণ, জাতির উন্নয়নে,

আমাদের মধ্যে ঐক্য ও শিক্ষার যে কত প্রয়োজন ।

বাংলা আরোও সমৃদ্ধ হউক – এই মোর কামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here