প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সকলকে জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয় বন্ধু কাউন্সিলর আব্দুল কাদির জিলানী এই পৃথিবীর মায়া ত্যাগ করে আজ সকালে তিনি পরপারে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
আল্লাহ তালা তাকে ক্ষমা করুন এবং তার নেক আমলের জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। তিনি চেশায়ারে দীর্ঘ দিন বসবাস করেছেন এবং চেস্টার ও আশেপাশের কমিউনিটির সাথে জড়িত ছিলেন। তিনি কিছু দিন পূর্বে বারমিংহ্যামে চলে যান । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সিনিয়র নেতা এবং আনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন ।
আমরা খুব ভালো একজন বন্ধুকে হারালাম। আমাদের দোয়া মোঃ আব্দুল কাদির জিলানীর পরিবারের সাথে। আল্লাহ তাদের সবাইকে এই কঠিন সময় কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
প্রবাস বার্তার পক্ষ থেকে, মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি। তার নামাজে জানাজা ও দাফন এর সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here