সব-ই-তো কেড়ে নিলে,
আমাকে কি-ই-বা দিলে,
তোমরা ই-বা-কি পেলে,
না নিজে সম্মানিত হলে !
নারীর ইজ্জত লুণ্ঠন করে,
মাদক চরসের নেশায় মত্ত হয়ে,
গোটা সমাজকে কলুষিত করে,
তোমরা সেজেছো সেবক !
ভদ্র সমাজকে কলুষিত করে
তোমরা সেজেছো নেতা,
আল্লাহর ঘর মসজিদকে নিয়ে,
তোমরা কর টালবাহানা ।
গায়ের জোরে, পয়সা দিয়ে,
তোমরা নেতা হও,
তাইতো তোমাদের কাছে,
সততা ও নিষ্ঠার কোন মূল্য নেই ।
তোমরা সব-ই পারো,
মনে নেই কোনো সংশয়,
তোমরা ধ্বংস করতে জানো,
তাহলে গড়তে পারো না কেন ?
পরের ধন লুণ্ঠন করে
আত্মতৃপ্তিতে উম্মাদ হয়ে
সমাজকে কলুষিত করতে
তোমাদের মনে নেই কোন দ্বিধা ।
তোমরা সব-ই পারো,
অন্যায়, অত্যাচার,
মানবতাকে লুন্ঠন করে,
তোমরা সেজেছ নেতা ।
তোমাদের বিচার করতে
কেউ সাহস করে না ।
তাই তো এ সমাজে
তোমাদের অবাধ বিচরণ ।