রহিমুদ্দির পাঁচটি ছেলে
গেলো বড় হাট,
ছোট ছেলে আলট্রা মডাণ
লাগে বড় লাট!
ষাঁড়ের কাছে সেলফি তুলে
বলে বিরাট বুল,
গুঁতো খেয়ে বলে উঠে
সেলফি তোলা ভুল!
বড় ছেলে ধরলো বায়না
কিনবে এবার উট,
বাবা তুমি টাকাগুলো
রাখছো করে মুঠ।
মেঝো ছেলে বড় পাজি
কিনবে তেজী ঘোড়,
বাবা বলে টাকা নাইরে
করি দুহাত জোড়!
সেজো ছেলে কিনবে হরিণ
ধরলো এবার পণ,
গরুছাগল করি কোরবান
বরাবর ফি সন।
তাই না দেখে চার নম্বরটার
বেড়ে গেল জোশ,
একলাফ দিয়ে বলে উঠে
করবে কোরবান মোষ।