প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লন্ডন প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,গণতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি যুবদলের উদ্যোগে গত সোমবার স্থানীয় এক হলে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
বার্মিংহাম সিটি যুবদলের সভাপতি কয়ছর আলী শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়া এবং শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন বার্মিংহাম সিটি যুবদলের সহ সাধারন সম্পাদক আমির উল্লাহ মখদ্দুছ।
উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হরমুজ আলী,বার্মিংহাম সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী, ওয়েস্টমিডল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি মোদাচ্ছির খান, সাধারণ সম্পাদক চুনু মিয়া, সিনিয়র সহ সভাপতি লিটন মিয়া, ওয়েষ্ঠ মিডল্যান্ড বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক একরাল হোসেন,যুক্তরাজ্য যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান শাহীন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি যুবদলের সহ সভাপতি আনোয়ার আহমদ শাহীন, বাবুল মিয়া,ফজর আলী, যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রাজা, বিলাল উদ্দিন,নুনু মিয়া শিপন,সহ সাংগঠনিক সম্পাদক সুরমান আহমদ জুয়েল, দুলাল আহমদ, প্রচার সম্পাদক সাদিক আলী, সহ প্রচার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন,সহ অর্থ সম্পাদক সেলিম আহমদ, ধর্ম সম্পাদক আয়না মিয়া, ওয়েষ্ঠ মিডল্যান্ড যুবদলের সহ সভাপতি সুহেল আহমদ, সহ সাধারন সম্পাদক এজাজুল ইসলাম নানু, নোমান আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজিব আহমদ, সহ প্রচার সম্পাদক শাহিন আহমদ, ধর্ম সম্পাদক আব্দুল হান্নান, সদস্য সাব্বির আহমদ, বার্মিংহাম যুবদলনেতা তারেক আহমদ, মাহবুব রব্বানী, আনোয়ার হোসেন, শামীম আহমদ ও তুহিন আলী প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে প্রতুশ্রুতি ব্যক্ত করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে বার্মিংহাম সিটি যুবদলের প্রতিটা নেতাকর্মী সর্বদা প্রস্তুত।