প্রবাস বার্তা ২৪.কম ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মঈনপুর-আলীগঞ্জ সড়কে চেলা নদীর উপর নবনির্মিত ৬৬৫০ মিটার ব্রীজের শুভ উদ্ধোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ব্যারিস্টার মোহাম্মদ ইমান আলী।
অদ্য ৫ই অক্টোবর ২০১৯ শনিবার সকাল ১১টায় তিনি এ ব্রীজটির উদ্বোধন করেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চেলা নদীর উপর নির্মিত ৬৬৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট নবনির্মিত ব্রীজটি উদ্বোধনের পর দুপুরে খুলে দেওয়া হয় বহু ত্যাগ ও প্রতিক্ষার কাংখিত স্বপ্নের ব্রীজটি। এর পর শুরু হয় সাধারণ মানুষের চলাচল।
ব্রীজটি উদ্বোধনের পর থেকে উপজেলার লক্ষাধিক মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
আনন্দ মিছিল করা সহ মিষ্টি বিতরণ করা হচ্ছে। সকালে ব্রিজটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার ডিসি আব্দুল আহাদ।
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বশির, সাবেক মেম্বার জায়েদ কবির রফিক, মাওলানা সৈয়দুর রহমান, চন্দন মিয়া, ফজর আলী, শাহ আবু বক্কর, ইয়ারিছ আলী, মাস্টার তারেক আহমদ, আরফিন রাসেল আহমদ, নুরুল গনি, মুসলিম উদ্দিন রফু প্রমুখ।