পরাধীনতার শৃঙ্গল থেকে মুক্ত হয়ে
দেশ হয়েছে স্বাধীন ।
একটি মানচিত্র, সবুজ পতাকা,
মাতৃভাষা সবই পেলাম ।
কিন্তু স্বাধীনতার সুফল
আজও পেলাম না ।
এখনো বাংলায়
একমুঠো ভাতের জন্য
রাস্তায় রাস্তায় ভিক্ষা করে,
অনাহারে-অর্ধাহারে জীবন কাটায় ।
নবজন্মা শিশুরা চিকিৎসার অভাবে
অকালে ঝরে যায়
নদীর তীরে, রাস্তার পাশে, রেলস্টেশনে
আজ অনেক লোক রাত কাটায় ।
যাদের মুখে অন্ন নেই,
মাথা গোঁজার ঠাঁই নেই,
পরনে কাপড় নেই,
তাদের মৌলিক অধিকার
ভূলুণ্ঠিত হতে চলেছে ।
কারো কৃপায় নয়
এটা আমার অধিকার
ভাত, কাপড় চাই –
শিক্ষা, চিকিৎসার সুযোগ চাই –
মাথা গোঁজার ঠাঁই চাই
সংবাদপত্রের স্বাধীনতা চাই ।
বাংলার জনগণ বারেবারে বঞ্চিত হচ্ছে
মৌলিক অধিকার হারিয়ে প্রাণ দিচ্ছে
প্রতিবাদ করার ভাষা নেই
অনায়াসে জীবন দেই
স্বাধীনতা মুক্তি এনে দিবে
এ অভয় বানী শুনিয়ে
দেশকে স্বাধীন করলে ।
পরাধীনতার শৃঙ্খল থেকে,
মুক্ত করলে জাতিকে ।
একটি মানচিত্র
সবুজ পতাকা
নিজস্ব ভূখণ্ড
সবই পেলাম
তাহলে বাংলার জনগণের ভাগ্য
করো না কেন পরিবর্তন