প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট শহরের অত্যন্ত প্রিয় জন জুলকারনাইন জায়গীরদার আজ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিলেটে পরিচিত জনের কাছে কর্নেল ভাই নামে সুপরিচিত ছিলেন ‌।
তিনি একজন সজ্জন ও সুপরিচিত সমাজকর্মী হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক মেয়ে সহ নাতি-নাতনি এবং অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযা আগামী সোমবার বেলা ১ ঘটিকায় 1421 Stone Avenue PA 19111 অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে পারিবারিক সূত্রে জানানো হয়েছে ‌।

জুলকারনাইন জায়গীরদার এর ছোট ভাই কাওসাইন জায়গীরদার ম আ মোশতাক ও মুহিত খানের সহপাঠী ও ঘণিষ্ট বন্ধু । কাওসাইন জায়গীরদার সাবেক সেনা অফিসার (বাংলাদেশ), বর্তমানে তিনি আমেরিকায় পুলিশ ফোর্সে প্রশিক্ষক হিসাবে নিয়োজিত আছেন।
আমরা প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এবং টাইগার্স ইন্টার্নেশনাল এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
********************** Zulkarnain Jaigirdar Passed Away *******************
Zulkarnain Jaigirdar, the beloved of Sylhet, passed away today at Philadelphia Hospital in the United States. Inna lillahi wa inna ilaihi rajiun. He was well known as Colonel Bhai to the people known in Sylhet. He was known to all as a gentleman and a well-known social worker. He is survived by his wife, one son, one daughter, grandchildren and many relatives and admirers.
We have been informed by family sources that Janaza will be held at 1421 Stone Avenue PA 19111 next Monday at 1 o’clock.
Zulkarnain Jagirdar’s younger brother Kawsain Jagirdar is classmate and close friend of MA Mustak and Muhit Khan. Zulkarnain Jaigirdar is a former army officer and currently employed as an instructor in the police force in America.
On behalf of Prabas Barta 24.com and on behalf of the Tigers International Association TIA, we extend our deepest condolences to the bereaved family and the peace of the departed soul.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here