[যারা সমাজকে কলুষিত করতে চায় তাদের উদ্দেশ্যে]
ঐ দেখোনা দিন-দুপুরে
জ্যান্ত পশু মানুষ সেজেছে,
পাগল বেশে রাক্ষসের মতো
ঝাপটি মেরে কামড় মেরেছে ।
ওই দেখো না সাত সকালে –
মাতাল বেশে পশুরা সব –
শূন্য ঘরে ঢুকে পড়ে,
অবাক কান্ড করেছে ।
অমানুষের তান্ডব লীলায়-
হিংসা-বিদ্বেষ ছড়িয়ে গেছে,
মিথ্যুক ও শয়তান মিলে
মানুষ ঠকার জাল বুনেছে ।
ঐ দেখোনা পশুরা সব –
শেখ সাদীর লেবাস দিয়ে
মানুষের মুখোশ পরে
প্রতিহিংসার যুদ্ধে নেমেছে ।
এই যুদ্ধ, প্রতিহিংসার লড়াই নয়,
অন্যায়ের প্রতিবাদ জানাতে,
আসল সত্য উদঘাটনে,
আমরা সবাই মাঠে নেমেছি ।
সত্যের জয় হবে-ই-রে হবে,
পারবি না ঠেকাতে কেউ,
কারণ মোরা সত্যের পথে
আপোষহীন সৈনিক মোরা ।
হে অমানুষ –
তোদের মুখুশটি আজ খুলে ফেল,
অপরাধের সাজা মেনে নিয়ে –
দূরে কোথাও যাও চলে ।
এ নরপশু –
এই সুন্দর সমাজকে কলুষিত করিস না,
সাদামাটা মানুষগুলোর মুখে,
পাপের কালো ছাই দিসনা ।
অন্যায়-অত্যাচারের কঠিন দুর্গ,
ভেঙ্গে করিব চূর্ণ ।
মিথ্যাচারের কাছে সত্যের পরাজয়
তা কেমনে মেনে নিব ।
১৯৯৯ সাল