আমার ভাইয়ের রক্তে রাঙানো –
একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ।
বাংলা ভাষা, রাষ্ট্রভাষার দাবিতে,
প্রাণ দিল অকতোভয় –
বাংলার দামাল সন্তান –
সালাম, রফিক, বরকত, জব্বার ।
রক্তে রঞ্জিত হলো ঢাকার রাজপথ,
ভাষার জন্য তারা শহীদ হলো,
ইতিহাসে হলো তারা অমর অক্ষয় ।
তাদের এই মহান ত্যাগের বিনিময়ে,
আমরা বাংলায় কথা বলি ।
শিল্পীর কন্ঠে দেশের গান শুনি,
কবির কবিতায় ছন্দিত হয় বাংলার রূপ,
ছবি, নাটক, নৃত্যে প্রস্ফুটিত হয়,
সোনার বাংলার আসল রূপ ।
বাংলা তুমি আমার মাতৃভূমি,
তুমি সুমধুর, তুমি সুশ্রী,
তাই তোমায় আমি এত ভালবাসি ।
১৯শে ফেব্রুয়ারী ২০০০ ইংরেজী