প্রাণঘাতী করোনা, তোমার কি ধারনা
এই ধরণী হয়ে গেছে তোমার বাসস্থান?
অনেক হয়েছে তোমার যন্ত্রণা
এবার নিতে হবে তোমার এই
পৃথিবী থেকে প্রস্থান।
কি নির্দয়তার সাথে অনায়াসে কেড়ে নিচ্ছ
অগণিত মানুষের প্রাণ,
তোমার এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা থেকে মানুষের
বাঁচার নেই কোন পরিত্রান।
অনেকদিন তো করলে বিরাজ
সমগ্র বিশ্ব জুড়ে!
আর কত নির্মমতার সাথে নিবে,
পৃথিবীর শান্তি কেড়ে।
সমগ্র বিশ্বের মানুষ আজ বিচলিত তোমার
নিষ্ঠুর আচরণে
অসহনীয় কষ্টের সাথে জীবন হারাচ্ছে
তোমারই কারণে।
বিশ্বের আপামোর রাষ্ট্রগুলো আজ
হয়েছে দিশেহারা।
তোমাকে প্রতিহত করার অভিলাষে
মিটিং করে যাচ্ছেন বিশ্বনেতারা।
গবেষণা চালিয়ে যাচ্ছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।
এতকিছুর পরেও তোমার প্রত্যাবর্তন হয়না,
আর কত করবে ধ্বংস ও নিষ্ঠুর করোনা।
কত আর দেখাবে তোমার ভয়ঙ্কর খেলা,
মনে রেখো মহান আল্লাহ চাইলে
শীঘ্রই আসবে তোমার বিদায়ের বেলা।
যুক্তরাজ্য
৭/৭/২০