প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ব্রিটেনে আরো কমেছে । গত ২৪ ঘন্টায় ৫৮৭ জনের মৃত্যু হয়েছে । গতকাল শনিবার মৃতের সংখ্যা ছিলো ১২০০ জন, শুক্রবার ছিলো ১২৪৫ জন, বৃহস্পতিবার ছিলো ১২৩৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১৫৮ জন। মৃত্যুর পরিসংখ্যানে সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১০৮৮ জন। গতকাল শনিবার আক্রান্তের সংখ্যা ছিলো ২৩২৭৫ জন, শুক্রবার ছিলো ২৯০৭৯ জন, বৃহস্পতিবার ছিলো ২৮৬৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ১৭ হাজার ১৭৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ হাজার ৭৮৩ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩,৮৩২ জন। তথ্যসূত্র: দ্যা সান