প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সম্পাদক জনাব মাহমুদ আব্দুন নূর গতকাল ১লা মে ২০২৩ রাত রাত ১২ ঘটিকার সময় রয়েল ওল্ডহ্যাম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ  করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন থেকে বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই পুত্র সন্তান স হ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আধি নিবাস বিশ্বনাথ উপজেলার কামাল বাজার,নবাগী গ্রামে।

উল্লেখ্য মরহুম মাহমুদ নূর সাহেব সিলেট-২(বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর)সংসদীয় আসনে জাতীয় জনতা পার্টি মনোনীত প্রাথী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন ও কামাল বাজার ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন এবং সাংবাদিকতা,সাহিত্য চর্চা ও বই প্রকাশনা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

জনাব মাহমুদ আব্দুন নূর গ্লডউইক বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ও টাইগার্স ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ম আ মোশতাক গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।  আল্লাহ তালা যেন  মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here