মৃত্যুর আগেই মৃত্যুর পরের স্বাদ নিতে চান তাহলে চলে আসুন। জীবনের সেরা ৩০ঘণ্টা আপনার অপেক্ষায়। কিন্তু এজন্য আপনাকে আসতে হবে ভারতের মুসৌরিতে। সেখানকার সিক্স ফ্ল্যাগ অ্যামিউজমেন্ট পার্ক আপনার দিকে চ্যালেঞ্চ ছুঁড়ে দিতে তৈরি। এক বা দু’ঘণ্টা নয় ৩০ ঘণ্টা থাকতে হবে কফিনবন্দি হয়ে।
আগামী ১৩ তারিখ প্রতিযোগিতা শুরু হবে। পুরস্কার থাকছে ভিআইপি ভূতুড়ে বাড়িতে থাকা, ফ্রেক ট্রেনে ২জনের ঘোরার খরচ। এর পাশাপাশি ৩০০ ইউএস ডলার। প্রতিযোগিতায় একটি ২ বাই ৭ ফুটের কফিনে থাকতে হবে। প্রতি ঘণ্টায় পাবেন ৬টি বাথরুম ব্রেক। ফোন চার্জ করার সুবিধার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থাও তারাই করবেন।

কিছু বিশেষ অপারেশনের সময় এক বন্ধুকে আনতে পারেন। কিন্তু পার্ক বন্ধ হয়ে গেলে সেই বন্ধুর কিন্তু নো এন্ট্রি। তবে সিক্স ফ্ল্যাগের প্রতিনিধিরা কিন্তু সর্বক্ষণ সেখানে থাকবেন। প্রতিযোগিতায় জিতে গেলে ওই কফিনটিকেও বাড়ি নিয়ে যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here