বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি
নেতাদের নির্লজ্জ আচরণ
বিভীষিকাময় অন্ধকার দিনগুলিতে
আমরা ব্যথিত, উদ্ধেলিত
জনগণ আজ অত্যন্ত মর্মাহত ।
লোমহর্ষক ঘটনা গুলি দেখে,
আমরা হতভম্ব, কিংকর্তব্যবিমূঢ়,
হতবাক হয়েছে বিশ্ববাসী
নিন্দা আর ধিক্কার জানাই
বাংলার স্বার্থবাদী নির্লজ্জ নেতাদের ।
অমানুষিক ও অমানবিক ঘটনা প্রবাহে
মানুষ মানুষকে পিটিয়ে মারে
ক্ষমতার মসনদে আসীন হতে
হিংসা ও ধ্বংসযজ্ঞের পথ
বেছে নিয়েছে অসৎ রাজনীতিকরা ।
লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মারে
স্বাধীন বাংলার নিরপরাধ মানুষকে
অসৎ পথে সম্পদ লুণ্ঠন করে
সম্পদের পাহাড় গড়েছে
দুর্নীতিবাজ নেতারা।