করোনারে তুই এত নিষ্টুর,
কেমনে হলে বল?
তোর কাছে থেকে রেহাই পেতে,
ফেলছি চোখের জল।
চারদিকে মৃত্যুর খবর,
ঘুম আসেনা চোখে।
বন্দিদশায় মানব জীবন,
হাসি নেই কারো মুখে।
ঘর হতে বের হতে আজ,
লাগে ভীষণ ভয়।
তোর কারণে কাঁপছে বিশ্ব,
শান্তি নাই জগতময়।
রোগ যন্ত্রণায় কাঁদছে স্বজন,
পারিনা কাছে যেতে।
করোনা তুই বিদায় হলে,
উঠবো সবাই আনন্দে মেতে।
আল্লাহ তুমি দয়া করো,
ক্ষমো মোদের অপরাধ।
করোনা মুক্ত ধরনী দেখতে,
হয় যে ভীষণ সাধ।