ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না,
অন্যের ধর্মে আঘাত হানি না,
তাহলে মোদেরকে কেনো বিব্রত কর ।
ঢাহা মিথ্যে প্রচারণা করা
এর হবে নাকি শেষ ?
এর পরিণতি কি হবে ?
আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন,
লেবানন, বসনিয়া, চেচনিয়া,
এভাবে আর কত দেশ, কত জাতিকে,
ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাবে ।
এর পরিণতি সবাই অবলোকন করবে
এর পরিনাম হবে অত্যন্ত ভয়াবহ ।
বিশ্ব সৃষ্টিকর্তাকে ক্ষেপীয়ে
শয়তানগুলো দিশা হারাবে ।
এক ফোঁটা জলের জন্য ছটফট করবে,
চোখ দিয়ে জল এর বদলে রক্ত বেরুবে ।
একজন মানব সন্তান হিসাবে,
আখেরি নবীর উম্মত
আল্লাহর প্রিয় বান্দা মোরা,
কামনা করি হে খোদা তুমি,
ঐ নরপশুদের পথ দেখাও,
যারা শান্তির নামে বিভেদ,
ঐক্যের নামে বিভক্তি,
স্বাধীনতার দোহাই দিয়ে –
জেলে বন্দি করার ফন্দি করে ।
মোদের মুখে অন্ন কেঁড়ে নিয়ে,
আমার ভাইয়ের রক্ত ঝরায় ।
তাদেরকে তুমি হেদায়েত কর,
তুমি বিচার কর সব অমানুষের ।
২০শে সেপ্টম্বর ২০০৬