লর্ডসের ওই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরেছিল ৮ উইকেটে। শুরুতে ব্যাটিং করে শেন ওয়ার্নের দুর্দান্ত বোলিং সামলাতে পারেননি সাঈদ আনোয়ার, ইনজামাম–উল–হক, সেলিম মালিক, ইজাজ আহমেদরা। ১৩২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওয়ার্ন নিয়েছিলেন ৪ উইকেট। গ্লেন ম্যাকগ্রা নেন ২ উইকেট।

সেই স্মৃতি মনে করেই আখতারের যত দুশ্চিন্তা, ‘আমরা আরও একটা খারাপ দিন চাই না, যেটি আমাদের যন্ত্রণা দেবে। এবার আমরা জিততে চাই।’ তাঁর কণ্ঠে ২২ বছর আগের দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নেওয়ার বার্তা, ‘আমি সত্যিই মনে করি দলটা সঠিক পথে এগোচ্ছে। অপরাজিত থেকেই ফাইনালে যাওয়া উচিত পাকিস্তানের। পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যেন এই বিশ্বকাপ হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here