লর্ডসের ওই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরেছিল ৮ উইকেটে। শুরুতে ব্যাটিং করে শেন ওয়ার্নের দুর্দান্ত বোলিং সামলাতে পারেননি সাঈদ আনোয়ার, ইনজামাম–উল–হক, সেলিম মালিক, ইজাজ আহমেদরা। ১৩২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওয়ার্ন নিয়েছিলেন ৪ উইকেট। গ্লেন ম্যাকগ্রা নেন ২ উইকেট।
সেই স্মৃতি মনে করেই আখতারের যত দুশ্চিন্তা, ‘আমরা আরও একটা খারাপ দিন চাই না, যেটি আমাদের যন্ত্রণা দেবে। এবার আমরা জিততে চাই।’ তাঁর কণ্ঠে ২২ বছর আগের দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নেওয়ার বার্তা, ‘আমি সত্যিই মনে করি দলটা সঠিক পথে এগোচ্ছে। অপরাজিত থেকেই ফাইনালে যাওয়া উচিত পাকিস্তানের। পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যেন এই বিশ্বকাপ হচ্ছে।’
এই পাকিস্তানের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে মুগ্ধ শোয়েব, ‘আমি মনে করি অন্যদের চেয়ে পাকিস্তানের এ দলের বিশ্বকাপে জেতার আরও বেশি সুযোগ রয়েছে। বিশ্বকাপ জেতার মতো সবকিছুই রয়েছে এই দলে। পেসাররা দুর্দান্ত বল করছে। স্পিনাররাও অসাধারণ। শুধু ইংল্যান্ডই একটু সমস্যায় ফেলতে পারে পাকিস্তানকে। কিন্তু সবার আগে পাকিস্তানকে ফাইনালে উঠতে হবে। এবং সেমিফাইনাল জিততে হবে। আমরা সবাই নিশ্চিত যে পাকিস্তান সেটি করতে পারবে।’