বিপ্লবী :  সামছুদ্দোহা ফজল সিদ্দিকী


(বিপ্লবী মোক্তাদির ভাইকে উৎসর্গীকৃত)

স্বপ্নকে বাস্তব জীবনে আজীবন দেখেছো আপন আয়নায়,
আর অধিকারের সংগ্রাম দিনরাত।
মা,মাটির জন্য কত না কিছু করার স্বপ্ন বুনলে।
একটা হলো বাস্তব
আরেকটার জন্য আজীবন সংগ্রাম।
পান্তা আর নুন।

জীবনবাজির সংগ্রামে
হলাম আমরা অনেকেই সহযাত্রী।

কমরেড, ঝটিকা মিছিল আজো মনে আছে।
স্বৈরাচার যাচ্ছিল  আপন স্বর্গে!
মখমলের গদীতে আসীন হয়ে!
আর আমরা মর্ত্যের অস্পৃশ্যরা জীবনবাজি রেখে
ছোট ছোট ঝটিকা  মিছিল নিয়ে
কোর্ট পয়েন্ট থেকে মহাজন পট্টি হয়ে
কাষ্টঘর হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে  পড়লাম।
এভাবে আরো অনেক দল কেটে পড়ল।
ঝটিকা মিছিল মনে রবে আজীবন এ বিপ্লবীদের!
অথচ দেশে তখন মার্শাল ল!

শুনেছি,জেনেছি বিপ্লবীরা
ঘামের গন্ধে অধিকার সংগ্রামে  আজীবন বেঁচে রয়।
সালাম তোমায় মোক্তাদির ভাই
আজীবন রবে  বাংলার সবুজ জমিনে
মানচিত্রের সাথে সাক্ষী হয়ে।

০৯-০৯-১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *