বিশ্বনাথে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় মামলা, গ্রেপ্তার দুই

বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত মখন আলীর ছেলে আহত তাজ উদ্দিন বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ১০-১২জনকে অজ্ঞাত আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ১৮।

মামলার অভিযুক্তরা হলেন-উপজেলার দুর্লভপুর গ্রামের এতিম উল্লার ছেলে ছবির আহমদ (৩৩) আমির আলী (৩৫), একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আছকর আলী (৩৬), আখলুছ আলী (৩৮), আপ্তাব আলীর ছেলে ইন্তাজ আলী (৫২), ইন্তাজ আলীর ছেলে আবদুস সামাদ (২৬), সোনা উল্লার ছেলে ওয়াহিদ আলী (২৮), মৃত মনা উল্লার ছেলে বক্কর মিয়া (২৮), মৃত ইছাক আলীর ছেলে আলা উদ্দিন (৫৫), ইমাম উদ্দিন (৩৮) ও আবদুর রউফের ছেলে আবদুল কাইয়ুম (২৮)।

মামলার দায়েরের পরপরই পুলিশ শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত এতিম উল্লাহর ছেলে আমির আলী (৩৫) একই গ্রামের আবদুর রউফের ছেলে আবদুল কাইয়ুম (২৮)। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করে পুলিশ।

মামলা দায়ের ও দুই আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত মখন আলীর ছেলে তাজ উদ্দিন ও মৃত আঞ্জব আলীর ছেলে সোনা উল্লাহ পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৮ জন আহত হন। এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

 নাজির বাজার অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

নাজির বাজার অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের (২০২০-২০২১) সালের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা ও সাধারণ সভা শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব সংঘের নব-গঠিত কমিটির সভাপতি আবদুল মান্নান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হাসান সেলিমের পরিচালনায় অনুষ্টিত সভায় যুব সংঘের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় এবং এলাকার হত-দরিদ্র কৃষকদের মধ্যে বীজ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালনের সিন্ধান্ত গৃহিত হয়। এসময় উপস্থিত ছিলেন, যুব সংঘের সাবেক সহ-সভাপতি রফিকুল আলম ইকবাল, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ।

ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি মোঃ আব্দুল মান্নান রিপন, সিনিয়র সহ-সভাপতি, আবুল কালাম রুনু, সহ-সভাপতি আছাব আলী, হাসান হাফিজুর রহমান টিপু, আব্দুস সামাদ রুবেল, সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হাসান সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ রায়হান রিমু, যুগ্ম সম্পাদক রুমেল আলী, শাহিদুল ইসলাম সুজা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সহ-সাংগঠনিক তানিমুল ইসলাম তানিম, শাহ বুরহান উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক সেলিম আহমদ, সহ অর্থ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক হোসাইন আহমদ প্রবেল, সহ-প্রচার সম্পাদক তানবির হোসেন, দপ্তর সম্পাদক সায়েক আহমদ, সহ-দপ্তর সম্পাদক লায়েক আহমদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক এম আহমেদ আমিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম শাকি, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাধারণ সুলতান মাহমুদ টিপু, পাঠাগার সম্পাদক শেখ শাহাজাহান,সহ-পাঠাগার সম্পাদক খালেদ হাসান, ধর্ম সম্পাদক শেখ নাজিম উদ্দিন রাহিম,সহ-ধর্ম সম্পাদক মখবুল হোসেন সদস্য, কয়েছ আহমেদ, শাহ নুরুল হাসান জছি, আলী হোসেন, মুজিবুর রহমান অপু, আজমল হোসেন, দেলোয়ার হোসেন, শামুল মিয়া, শাহেদ মিয়া, আব্দুল মুকিত, জাকারিয়া আহমদ খোকন, রাজন মিয়া, সুহিন মিয়া, দিনার মিয়া, আজিজুল ইসলাম তাহমিদ, তাহের আহমদ ছামি।

 কমিউনিটি পুলিশিং ডে’তে বিশ্বনাথে র‌্যালী-সভা

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নতুন বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও এসআই দেবাশীষ শর্ম্মার পরিচালনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিরাজ মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী। এলাকার অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করার আহবান করে সভায় বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে দিতে হলে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন ধরণের গুজবে কান না দিয়ে স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে সাথে সাথে আইন-শৃংখলা বহিনীর সদস্যদের অবহিত করলে এলাকায় কোন ধরণের উত্তেজনা ছড়াবে না। মাদক-জঙ্গী-সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।

সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার ইছহাক আলী, জামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা রফিজ আলী, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ময়না মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক অসিত রঞ্জন দেব, ফজল খান, বিশ্বনাথ নতুন বাজার বনিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, যুবলীগ নেতা আবদুর রুপ, দবির মিয়া, রাজু আহমদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, মাহফুজুর রহমান দুলু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির আহমদ, কয়েছ আহমদ, ব্যবসায়ী খলিল মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথের শ্বাসরাম গ্রামে ইয়ংস্টার ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

বিশ্বনাথে ‘১ম ইয়ংস্টার একক ক্যারাম প্রতিযোগিতা’র উদ্বোধন হয়েছে। প্রতিযোগীতায় ৬৬টি টিম অংশগ্রহন করছে। শনিবার বিকেলে শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরামের উদ্যোগে ও রেখা ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থার সভাপতি কছির আলী।

সংস্থার সহ সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম শাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী হাজী কুটি মিয়া, ক্রীড়ানুরাগী শাহজাহান আহমদ শিশু, মামুন আহমদ, রুমেল খান, ফয়ছল আহমদ, সুমন মিয়া, ফরহাদ মিয়া, ইমরান আহমদ, সামিদ হাসান কর্ণাল, এমরান আহমদ, সাহেদ মিয়া, লখন মিয়া, টুনু মিয়া, আনোয়ার আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here