মাহমুদ নূরের একটি কবিতা


?  ঘোড় সওয়ার 

 

বিস্ময়ে মুগ্ধ হই  যদিও দীর্ণ হয় ঘর-বাড়ি, পরিচ্ছন্ন উঠোন
ভরে ওঠে অসংখ্য গর্তে, নিমেষে মুছে যায় পলাশের বন।
রক্তাক্ত পড়ে থাকে আমাদের শিশুরা, বউ-ঝিরা–খুরের আঁচড়ে
অভিশাপ নয় বুক ফাটা কান্না তাদের চাপা পড়ে হাস্য হ্রেষার ঝড়ে।
ছড়িয়ে ছিটিয়ে পড়ে শস্যের দানা,  মাঠে মাঠে বিনষ্ট ফসল
পড়ে থাকে মাঠে, ঘরে ঘরে আসে মারি ও মোড়ক– জ্বলে ক্ষুধার অনল,
পেচ্ছাবে মলে পুড়ে যায় ঘাস, গন্ধ দুষ্ট নষ্ট বাতাস:
দুঃখের বিষন্ন মেঘে ভরে যায় আমাদের আকাশ।
ক্লান্ত ক্লিষ্ট চোখে দেখি কেবল ঘোড়া আর ঘোড়ার সওয়ার
আমাদের খাদ্য খেয়ে কেমন হয়ে ওঠে তাগড়া জোরওয়ার।
লাল নীল ধুসর ঘোড়া দাবড়ালো যারা নির্বোধ সময় শেষে
সকলেই অতীত এখন, কায়া তাদের ছায়া হয়ে রক্তে গেছে ভেসে।
কালো ঘোড়ার কালে দেখেছি  পিশাচ ছিল সওয়ার
সঙ্গী ছিল নরকের রাত আঙিনায় কেবল খেলেছে আঁধার,
বৃক্ষেরা ভূলেছিল মর্মর সজিব পাতারা গেছে অঝোরে ঝরে
রমণীরা ছিল ভূলে গৃহের ছায়া  উদগ্র বাসনার তোড়ে
শামিল ছিল দৌড়ের মাঠে। ভাগ্যবান এই পিশাচ সওয়ার
বড়ো সহজে আমাদের প্রেমিকারা গেলো দখলে তার।
সাদা ঘোড়ার কালে দেখলাম আনাড়ি এক সওয়ার
নবিসী সম্পন্ন করে সাথে নিয়ে হাজার এক ভাঁড়
ভাঁড়ের উৎসব যেন, তুলে দিতে উদ্যত সকল শেকড়
স্বস্তির সময় ভেঙে ডেকে আনে এক অনায়াস ঝড়–
সোনার ছেলেরা বই ফেলে মেতে ওঠে হননের উৎসবে,
ঝড়ে বন্যায় মারী মড়কে আঙিনা ভরে উঠে মানুষের শবে
দায় নেই কোনও – যে যার মত গান গায়– পান করে– হাসে নাচে
নিজের মত হাঁটে – ঘুম দেয় – জেগে উঠে  মৌতাতে, হুল্লোড়ে বাঁচে।
সেও গেল–কেড়ে নিয়ে গেল  কতক মানুষের ধন মন প্রাণ
কারা যেন বলে ওর হাতে নাকি ছিল জাত ও জাতীর ত্রাণ।
সাদা শেষে বড় আড়ম্বরে মাঠে দেখি নীল ঘোড়া শোকার্ত সহিস 
পূর্ব মহিমায় ভাস্বর শোকের পাঁচালী গেয়ে কুড়ায় সবার আশিস।
বড়ো উদ্যত সে আপনারে ছাড়া আর কাউকে করে না কুর্ণিশ
কাজ করে মনে হয় ঠিক তবে শক্ত করে পরে থাকে স্বজন উঞ্চীষ।
পাইক বরকন্দাজ-সরগরম মাঠ- সবখানে দেখে নিজের ছবি
কোথায় শুরু, কারা শুরু, কারা গুরু দূরে রেখে সবই এই ভবী
স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়- ওর সব মেতে থাকে দৌঁড়ের মাঠে
স্বপ্নের নৌকা তবু দূরে চলে যায়- ভিড়ে নাকো আমাদের ঘাটে।
অক্ষম ক্রোধের বাষ্প বুকে নিয়ে বয়ে যাই প্রতীক্ষার ভার
অমোঘ নিয়তির মতো কখন আসে অন্য এক নূতন সওয়ার।
সাহিত্য পাতায় ছাপানোর জন্য আপনার লিখা কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ ইত্যাদি লিখে পাঠাতে পারবেন। ভালো লিখাগুলো প্রবাস বার্তা টুয়েনটীফোর অনলাইন পত্রিকায় প্রকাশিত হবে । আপনার লিখা আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরুধ করা হচ্ছে । probashbarta24@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *