হারানো বিজ্ঞপ্তি


মোশতাক আহমেদ রউফ মোস্তফা (৫৯), পিতা: মৃত আব্দুর রউফ, মাতা। মৃত পিয়ারা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ১০২৭৯৫৬৪১৪, ঠিকানা – পেয়ার মহল, লিচুবাগান, পূর্ব পীরমহল্লা, ওয়ার্ড নং- ৬, সিলেট সিটি কর্পোরেশন, থানা-এয়ারপোর্ট, জেলা- সিলেট ।

গত ১৭ জুলাই ২০২৫ইংরেজী আমার সকল একাডেমিক সনদপত্র ও মার্ক সীট সিলেট আদালত প্রাঙ্গণে হারিয়ে যায়। এই ফাইলের মধ্যে আমার নিম্নেউল্লেখিত কাগজপত্র ছিলো যার বিস্তারীত বিবরণ নিয়ে উল্লেখ করা হলঃ

১। এস, এস, সি সনদ ও মার্ক সাঁট, রোল নাম্বার- ২৩৭২৮, রেজিস্ট্রেশন নাম্বার- ১৭৬০৩, শিক্ষাবর্ষ ১৯৮১ -১৯৮২, পরীক্ষার সন ১৯৮৩, বিভাগ-বিভান, কুমিল্লা বোর্ড।

২। এইচ, এস, সি সনদ ও মার্ক সীট, রোল নাম্বার ৪৩০, শিক্ষাবর্ষ ১৯৮৩-১৯৮৫, পরীক্ষার সন ১৯৮৫, বিভাগ বিজ্ঞান, কুমিল্লা বোর্ড।

৩। বি, এস, সি সনদ ও মার্ক সীট, রোল নাম্বার ৪৪২, শিক্ষাবর্ষ ১৯৮৫-১৯৮৭, পরীক্ষার সন ১৯৮৮, বিভাগ বিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

যদি কোন সহৃদয় ব্যক্তি আমার সনদপত্র এবং মার্কশীট পেয়ে থাকেন তাহলে ০১৬১ ৩৭৩ ৬৪৫৬ এই নাম্বারে ফোনে যোগাযোগ করবেন। এই ব্যাপারে গত ২০ জুলাই ২০২৫ কোতোয়ালী থানায় সাধারন ডাইরী করা হয়েছে,  জিডি নাম্বার ১৯৭৭।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *