রুজি সুরজানের এর সমর্থনে ওল্ডহ্যামে এক সভা অনুষ্ঠিত


প্রবাসবার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ ৩রা ফেব্রয়ারী রোববার স্থানীয় ওয়েস্ট উড রেষ্টুরেন্টে ওল্ডহ্যাম কোল্ডহাষ্ট ওয়ার্ডের লেবার মনোনীত প্রার্থী রুজি সুরজানের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। লেবার পার্টি কোল্ড হাষ্ট ওয়ার্ডের চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরু উল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আজমত আলী।

বক্তব্য রাখেন লেবার পার্টির সদস্য নাজমুল ইসলাম কাউন্সিলর ফজলুল হক, মার্জিনা আলী, জিম ম্যাকমাহণ এমপি, তৈয়ব আলী, কাউন্সিল লিডার সিন ফেলডিং, নুরুজ্জামান, আব্বাস উদ্দীন, আতিকুর রহমান লীটন, বাদশা মিয়া, আফতাব মিয়া, গোলাম মাওলা, ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর ফজলুল হক, হাজী মুক্তার আলী, কাউন্সিলর পদপ্রার্থী রোজি সুরজান ও কাউন্সিলর আব্দুল মালিক প্রমুখ।

বক্তারা রোজী সুরজান একজন যোগ্য প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান একই সাথে তারা বলেন, রোজী সুরজান একমাত্র বাংলাদেশী মহিলা প্রার্থী ওল্ডহ্যাম লেবার পার্টির থেকে প্রথমবারের মতো কাউন্সিলার পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।