অকস্মাৎ আমার হৃদয়ে বিনা তারে –

ঝংকৃত হল বিদায় নামক শব্দ,

শিঁউরে উঠলো মোর শিরা-উপশিরাগুলি ।

এক অচেনা পাখি কর্ণকুহরে বলে গেল,

তৈরী হয়ে নাও –

চলে যেতে হবে –

সাত সমুদ্র তেরো নদীর ওপারে ।

কিন্তু কেন চলে যাব ?

এদেশ আমার জন্মভূমি,

এখানে আমার বসবাস,

যেখানে আমি বড় হয়েছি,

ভালোবেসেছি মনের পাখীকে,

এখানে করিব বাস ।

পাখিটি মানলো না মোর এই আবদার,

বলল তৈরী হয়ে নাও,

যেতে হবে অনেক দূরে ।

তোমাকে বড় হতে হবে, অনেক বড়,

যার তুলনা হয় না এই পৃথিবীতে ।

আসবে আবার ফিরে,

তোমার এই মাতৃকূলে ।

কিন্তু মনে প্রসন্নতা জাগে,

যখন যাবার কথা মনে পড়ে,

একা একা বসে কাঁদি ।

বিষন্ন মন নিয়ে –

যাত্রা শুরু করি,

প্রবাসের পথে,

একটি অজানা গন্তব্যে ।

ফেলে আসি কত স্মৃতি, কত স্বজন,

এ কথা ভাবতেই অবাক লাগে ।

জুলাই ১৯৮৯ সাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here