ইহুদি বেদুইনরা কত জ্বালিয়েছে

বিব্রত করে, অপপ্রচার করে

মোহাম্মেদকে করেছে নাজেহাল ।

তারপরও মোদের নবী দুঃখ করেননি,

বরং শোককে শক্তিতে পরিণত করে

আল্লাহর ধ্যানে তিনি ছিলেন মশগুল ।

আল্লাহর তরফ থেকে নাযিল হল

আসমানী পবিত্র কিতাব কোরআন ।

ধর্মীয় গ্রন্থ হিসেবে হল সমাদৃত,

ইসলাম ধর্ম সারা বিশ্বে প্রতিষ্ঠিত ।

মোহাম্মেদ (সঃ) আল্লাহর প্রিয় নবী,

মুসলিম জাহানের সম্মানিত রসুল ।

তাকে নিয়ে টানাহেঁচড়া করা

মেনে নিবে না কেহ ।

তোমরা সাবধান

তোমাদের উদ্দেশ্য করে বলছি ।

মোহাম্মেদ মোদের অহংকার,

তাকে নিয়ে ঢং তামাশা করো না ।

তোমরা হয়তো জানো না,

মোহাম্মেদ সাধারণ মানব নন,

তিনি ছিলেন অসাধারণ,

শুধু নবী নন আল্লাহর প্রিয় দোস্ত,

আমাদের রাসূল ।

তাকে নিয়ে অবমাননা,

আল্লাহ-ই সহ্য করবেন না,

আমরা করি কেমনে ।

২০শে সেপ্টেম্বর ২০০৬

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here