আমি আমার আদর্শে বড় হয়েছি,
কোন মহামানবের পথ অনুসরণ করিনি ।
সাধারণ মানুষের মতো পথ চলছি,
তবুও কেন মোরে বিব্রত কর ।
সরলতাকে কেন দুর্বল ভাব,
সহজ-সরলকে গরল করো না ।
আমাকে চেঁচিয়ে তুমি লাভবান হবে না,
আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না।
তুমি নিজেকে যতই বুদ্ধিমান ভাবনা কেন,
একবারও নিজের অবস্থান দেখোনি ।
মানব সমাজ সম্পর্কে জানতে চাওনি,
তাহলে তুমি কি অন্ধ ! না অজ্ঞ !
তোমার অজ্ঞআনতাকে অন্যের চরিত্রে,
প্রভাব ফেলতে চেষ্টা করো না ।
এই এক বৃথা অপপ্রয়াস ছাড়া আর কি ?
নিজেকে বুঝতে চেষ্টা করো
তাহলে চিনতে পারবে অন্যকে ।
নিজের চরিত্রকে গড়ে তুলতে হলে,
মানব সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন ।
অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করো,
তাহলেই তুমি পাবে তোমার আসল চরিত্রের পরিচয় ।
শিক্ষা অর্জনে মানুষ হয় পরিপূর্ণ,
বিকশিত হয় মন, সমৃদ্ধ হয় জ্ঞানে ।
নিজেকে যোগ্য করে গড়ে তুলতে,
আদর্শ চরিত্রের যে বেশি প্রয়োজন ।
নভেম্বর ১৯৯৬ সাল