[ম, আ, মুক্তাদিরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত]
তুমি এক দুঃসাহসী নেতা,
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তোমার সূচনা,
তুমি আপোষহীন জননেতা,
তোমার অকাল মৃত্যুতে, গভীর শ্রদ্ধা জানাই ।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে,
বাংলাদেশে ও যুক্তরাজ্যে রাজনীতির প্রাঙ্গণে,
মিছিল মিটিংয়ে, পথসভায়,
তুমি ছিলে এক বলিষ্ঠ নেতা ।
অন্যায়ের প্রতিবাদে তুমি ছিলে সোচ্চার,
তুমি আজ নেই, কিন্তু রেখে গেছো আদর্শ ।
তোমার আদর্শ যেন প্রতিফলিত হয়।
রাজনীতিবিদ ও জনগণ সবার মাঝে ।
২২শে সেপ্টেম্বর ১৯৯৭