প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: প্রবাস বার্তার কার্যনির্বাহী সম্পাদক মুকিত চৌধুরী সিতু’ র সুবর্ণ জন্ম জয়ন্তীতে এক অনুষ্টানের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইন্সপায়ার মাইন্ড।
২৮শে জানুয়ারী সন্ধ্যায় ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে নবীন প্রবীন আবৃত্তিকারদের অংশ গ্রহণে আবৃত্তি সন্ধ্যায় সভাপতিত্ব করেন সালেহ উদ্দিন তালুকদার সুমন ও অনুষ্টান পরিচালনা করেন নুরুল ইসলাম সোহাগ।
আবৃত্তি করেন রোজী চৌধুরী, আফিয়া মিয়া, নাজমা ইয়াসমিন, সাইদা আহমদ, এহসান আহমদ, নুরুজ্জামান মনি, জাওয়ায়েদ ইকবাল মজুমদার, কাউন্সিলর ফজলুল হক, নাসির খাঁন সোয়েব, জোবেদ আহমদ, ম,আ মোশতাক, মুকিত চৌধুরী সিতু, গোলাম মৌলা চৌধুরী নিক্সন, লিয়াকত মিয়া, মুস্তাক আহমদ, খালেদ আহমদ, আব্দুস সবুর চৌধুরী, মুহিত খাঁন, রুবেল সিদ্দিকী প্রমুখ।
বক্তব্য রাখেন রুপচাঁদ রুপক দাশ, ইয়াহিয়া কোরেশি,আকিকুর রহমান রাজন, রাহেল চৌধুরী, আবিদুর রহমান আরজু, মোহাম্মদ নানু মিয়া, তাজ উদ্দিন, মুস্তাকিম চৌধুরী ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী নুরুজ্জামান আহমদ, জয়নুল ইসলাম জয়, মিজানুর রহমান মিজান, মতিউর রহমান চৌধুরী, শফিক আহমদ, কবিরুল হক, মোহাম্মদ নাসিম, ফরহাদ আহমদ, মোঃ সদর উদ্দিন, তুহিন চৌধুরী প্রমুখ।