কয়েকটি যুগ অতিক্রম করে আজ আমি ইংল্যান্ডে অবস্থান করছি। স্বদেশে-জন্মভূমির মায়া, প্রাণের বন্ধন আজো আমার মনে ছায়া হয়ে চোখের পর্দায় ভেসে ওঠে। তখনই কোন এক অবসর মুহূর্তে নীরবে ভাবি, স্বদেশ হারানো স্মৃতি কথা, ভাবি সাথী বন্ধু ও সহপাঠীদের শত কথা ।
এদেশে বাঙালি মানুষ শত ব্যস্ত জনতার ভিড়ে এবং কর্ম ব্যস্ততায় ভুলে যায় স্বদেশভূমির স্মৃতি কথা । কিন্তু আমি শত ব্যস্ত থাকার পরও পারিনি স্বদেশ ভূমিতে জন্ম শৈশব জীবনের পুরনো স্মৃতি কথা ।
এই প্রবাসে আছে শুধু টাকা রোজগার করার কারখানা। আছে শুধু কর্মব্যস্ততা। একে অন্যের সাথে অবসর মহূর্তে প্রানের সুখ দুঃখ সমবেদনা বলার সময় নেই। হয়তো আমার অবসর মহুর্ত আছে, কিন্তু সেই মহূর্তে অন্যের অবসর নেই।
ঘড়ির কাঁটার মতো অবিরাম গতিতে জীবনের চাকা চলতে থাকে। এ দেশে বাঙ্গালীদের অনুমোদিত কোন সরকারি ছুটির দিন নেই। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ও কাজে যেতে হয়।
টাকার প্রয়োজনে ব্যবসায়ীদের মনে শান্তি নেই। টাকার লোভে সবাই চায় টাকার পাহাড় গড়ে তুলতে। কিন্তু এই টাকা একদিন টাকাহীন হয়ে যাবে। সেদিন হয়তো টাকার অতি প্রয়োজন বলে মনে করার সময় থাকবে না।
দুনিয়ায় অনেক বিশেষ প্রয়োজনীয় নির্দেশ, যেমন মহান আল্লাহর আদেশ নির্দেশ না মেনে শুধু টাকার প্রয়োজন বলে মনে হয় কিন্তু মরণ মহূর্তে সেই প্রয়োজন থাকবে কি?