বাংলার মাটি মোদের গর্ব,
এর ইতিহাস মোদের গৌরব ।
নদীর পানি মোদের বুকের রক্ত,
মাটির ভালোবাসায় সবার জীবন ।
মানুষের হৃদয়ের একাত্মতায় নিবেদিত,
দেশের জন্য উৎসর্গিত ।
কিষাণের শানিত কাস্তে, ঝলসে উঠে মুক্তির বাণী ।
শ্রমিকের হাতুড়ীতে ছন্দিত হয়, বাঁচার দীপ্ত শপথ ।
রাখালের বাঁশির সুরে, আর বাউলের একতারায়,
নদীর কলতানে শুনি জীবনের জয়গান ।
ধনধান্যে পুষ্পে ভরা এদেশের মাটি আজ শুষ্ক ও রিক্ত,
আকাশ বাতাস আজ লোভ হিংসা-বিদ্বেষের বীজে জর্জরিত ।
শিক্ষা আজ কারাগারে আবদ্ধ –
জীবন বিকাশের পথ রুদ্ধ ।
বিচারের নামে চলছে প্রহসন,
তাই তরুণ অরুণ যুবক ভাইয়েরা এবার –
বাঁজাও দা-মা-মা, হাতে নাও কামান,
কর নব যুগের ঘোষণা ।
নতুন সমাজ গড়ার দায়িত্ব তোমাদের,
তোমরাই চালাবে এই সমাজ,
তাই ভাঙতে হবে জীর্ণ সমাজ,
গড়তে হবে নতুন সমাজ,
এই হোক তোমাদের শপথ আমার আহ্বান ।
১৯৮৭ সাল