প্রবাস বার্তা ২৪ ডট কম নিউজ ডেস্কঃ অদ্য ১৪ই আগস্ট ২০১৯, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো শফিকুল হক আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আ ন ম সফিকুল হক দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন ।
তিনি অবশেষে রোগের কাছেই পরাজিত হয়ে পরপারে পাড়ি জমান । তিনি একজন সৎ ও সদা হাস্যজ্বোল রাজনিতীবিদ হিসেবে সিলেটের রাজনৈতিক মহলে সমাদৃত ছিলেন । সিলেটের দাবী দাওয়া আদায়ে তিনি ছিলেন সোচ্চার বিশেষ করে সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন তিনি।
আ ন ম সফিকুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ম, আ মোশতাক, বার্তা সম্পাদক আব্দুল মালিক, সিনিয়র এডিটর মাহমুদ আবদুন নূর, কার্য্যনির্বাহী সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, ইউরোপিয়ান কো – অরডিনেটর – মোহিত খান এনাম, সম্পাদনা পরিসদের সদস্য – জামিলূর রাহমান ও লন্ডন প্রতিনিধি ম আ হাসান চৌধুরী প্রমুখ । শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।