প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক :: সাত মাস আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির টেস্টে হতাসা করেছিলো টাইগাররা। তার জেরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেস্ট ম্যাচের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সাত মাস পর টেস্ট দলে ফিরে চমক দেখিয়ে উপেক্ষার জবাব দিলেন সবাইকে। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক।টেস্টের প্রথম দিনে যখন ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে টপ অর্ডার ব্যাটসমানরা তখন দলের হাল ধরে অধিনায়ক মুমিনুল হক।

প্যাভিলিয়নে যখন মুমিনুল হক ফিরে গেছেন তখন ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগাররা। আর সেই খান থেকে বাংলাদেশ দলের রানের চাকা সচল করে ৩০০ কাছে নিয়ে যান লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম দিনের শেষ বিকেলেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরে যায় লিটন। তবে টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৫ রানের দেখা পায় তিনি। লিটন প্যাভিলিয়নে ফিরে গেলেও থামেনি মাহমুদউল্লাহ ব্যাট।স্পীড স্টার তাসকিন আহমদেকে সাথে নিয়ে বাকি কাজটা করেন মাহমুদউল্লাহ।

ক্রিকেট বোদ্ধাদের সকল ভ্রান্ত জল্পনা কল্পনা উড়িয়ে এই টাইগার ডুয়ে লাঞ্চ বিরতির এক ঘণ্টা আগে দলকে ৩৯১ রানের সমৃদ্ধ এক সংগ্রহ এনে দেন। এরপর মাহমুদউল্লাহ তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক পাশাপাশি তাসকিনও তুলে নেন তার ক্যারিয়ারের অর্ধশতক।

শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৪৬৮ রানে।আগেই বলা হয়েছে টেস্ট ক্রিকেটে মাহমুদউল্লাহর ক্যারিয়ারের এটি পঞ্চম শতক এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়। প্রথমটি এসেছিল ২০১৮ সালে মিরপুর শের ই বাংলায়।

সেবার স্বাগতিকদের বিপক্ষে ১০১ রানে অপরাজিত ছিলেন এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। অপর তিন শতকের দুটি এসেছে নিউজিল্যান্ডে।২০১০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন হ্যামিল্টনে।

এরপর ২০১৯ সালে একই ভেন্যুতে খেলেন ১৪৬ রানের ইনিংস যা তার এ যাবৎকালের সর্বোচ্চ। অপর শতকটি আসে ২০১৮ সালে দেশের মাটিতে সফরকারি উইন্ডিজের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here