[টাইগার্স ক্লাবকে কেন্দ্র করে]

এখনো দিনের আলো পশ্চিমে নামতে শুরু করেনি,

একদল পশু তারপরও সম্মুখের দিকে

তাদের হাতে রক্ত, চোখে হিংসার আগুন,

লেজ নেড়ে যেমন এগিয়ে আসে কুকুর গুলো,

একি হিংসা না বুকের ভেতর জমে থাকা নরপশু ?

 

ভোরের চোখে ঘুম এখনো ঝরে যাইনি,

তবু পথহারা ভালুক গুলো ডেকে যাচ্ছে,

তার সুর শুনেও যে পথহারা একা ঘুরে,

তাকে পথ দেখাও, হে বিশ্ব প্রেমিক তুমি ।

 

মানুষগুলো এক অমানুষের ছোঁয়ায় আজ,

সত্তা, কৃষ্টি ভুলে গিয়ে কাপুরুষের ভূমিকায়,

নিত্য নিশির ভেতর তাদের চলাচল উদাস ঘরে,

যে ঘর আজ অন্ধ বিষের আমটে গন্ধে,

তাদের বুকে হাতে এখনো নূপুর ছন্দ ।

 

এখনো পৃথিবী চারটি দেয়ালে দেয়ালে লিখা,

শততার স্লোগান আমরা সেই পথের পথিক ।

সত্যকে মোরা বুক দিয়ে গ্রহণ করি মায়ের মত,

শিশুর পবিত্র হাসির মতো গ্রহণ করি শিক্ষা পৃথিবীর ।

 

ঘাস থেকে শিশির ঝরা পাতা থেকে,

পৃথিবীর জন্য যে আমরা কাজ করছি বেঁচে থাকবার ।

সেই পৃথিবী আমাদের সত্যকে বুকে ধরে রাখবার,

এখনে যারা পথে বসে কাঁদে তাদের পাশে,

এই আমরা মানুষ দাঁড়াবার কথা কে বলে,

কে বলে অমানুষ তোমরা তাদের তরে ?

 

যেখানে আধাঁর আসে ঘর বাঁধে,

যেখানে জোয়ার উঠে উথলা নদে,

তারে বাঁধতে আমরা দাঁড়াবো উচ্চ শিরে,

আমরা মানুষ থাকি মানুষের মতো নীড়ে ।

১৯৯৯ সাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here