প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আজ উনিশে মে ২০২১ ওল্ডহ্যামে বসবাসরত এক বাংলাদেশী জনাব নজরুল হুসাইন ৪২ বছর আকস্মিকভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি অয়া ইন্না ইলাহি রাজিউন। উনার দেশের বাড়ি ঢাকা সেনানিবাস সংলগ্ন বালুঘাট বাজার রে অবস্থিত। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অনেক আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য তিনি আজ সকালে ১০টা ৩০ মিনিটের সময় ওল্ডহ্যাম মিলেনিয়াম সেন্টার থেকে অক্সফোর্ডের অ্যাস্ট্রো জেনিকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পর তিনি তার স্ত্রীকে ফোন করে বলেন তিনি পায়ে হেটে ঘরের দিকে আসছিলেন। তিনি চ্যাডারটন সাবয়েতে আসার পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় এক যুবক এম্বুলেন্সে খবর দেয়। জরুরী ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ ও এয়ার এম্বুলেন্স এসে পোঁছালেও তার জীবন রক্ষা করতে পারেনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে কমিউনিটির কিছু লোক ভ্যাকসিন নেওয়ার কারণে উনি মারা যাননি বলে মিথ্যা ও বিভ্রান্তি মূলক অপপ্রচার চালাচ্ছেন যা কমিউনিটির জন্য অত্যন্ত দুঃখজনক। জনস্বার্থে সত্য প্রচার করা বাঞ্ছনীয় ও মিথ্যাচার কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে সচেতন মহল মনে করেন। কমিউনিটির তথা কথিত কতিপয় নেতা তাদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য এধরনের আচরণ করছেন বলে বিজ্ঞ মহল মনে করেন।
মরহুমের নামাজে জানাজা আজ ২১ শে মে শুক্রবার বাদ জুমা (১টা ৪৫মি) ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।