দূর্নীতির বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান
প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয় সংসদ সিলেট-২ (ওসমানীনগর – বিশ্বনাথ) এর এমপি, গণফোরাম এর কেন্দ্রীয় নেতা, মোকাব্বির খান দূর্নীতির বিরুদ্ধে সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকিতে প্রধানমন্ত্রী গরীব মানুষদের জন্য বাড়ি উপহার দিয়েছেন।
নির্লজ্জ দূর্নীতিবাজরা সেখানেও দূর্নীতি করে যাচ্ছে। বঙ্গবন্ধু প্রায়ই বলতেন চোরে না শুনে ধর্মের কাহিনী। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে দুর্যোগ সহনীয় ঘরের দেওয়াল ধ্বসে চাপা পরে ৮০ বছরের বৃদ্ধা মমতা বেগম আহত অবস্থায় হাসপাতালে। যেভাবে সারা দেশে এই আশ্রয়ন কেন্দ্রগুলো বানানো হচ্ছে সেগুলোকে যদি সঠিকভাবে তদারকির আওতায় না আনা হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগের উপহার গরীব মানুষরা উপভোগ করতে পারবে না।

গত ২৮ জানুয়ারী পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তৃতাকালে মোকাব্বির খান এমপি কথাগুলো বলেন। প্রসঙ্গত তিনি তাঁর নির্বাচনী এলাকা সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) এর ‘কয়েকটি বৈধ স্বার্থের প্রতি’ দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী দেশে, বর্তমানে উৎপাদনরত ১১০টি গ্যাস কোপের মধ্যে ৬০টি কোপই বৃহত্তর সিলেটের অন্তর্গত।
প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারে ৭১ শতাংশ পূরণ করে। পেট্টবাংলা কর্তৃক সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী দেশের মোট প্রায় ৩৭ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ২৩ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বৃহত্তর সিলেটেই।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকাধীন দুটি উপজেলার ওপর দিয়েই গ্যাস পাইপ লাইন অতিক্রম করেছে, অথচ আমার এলাকার জনগণ গ্যাস ভোগ করার অধিকার থেকে বঞ্চিত। এখানে এটা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন পার্শ্ববর্তী দেশে অয়েল ফিল্ড এ্যাক্ট অনুযায়ী, যে সব রাজ্যগুলো থেকে তেল, গ্যাস আহরণ করা হয়, সে সব রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত খাতের তেল কোম্পানীর কাছ থেকে নিয়মিতভাবে হাজার হাজার কোটি টাকা রয়্যালিটি পেয়ে থাকে।
‘বিশ্বনাথ-ওসমানীনগর প্রবাসী অধ্যুষিত এলাকা’ উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের জনগণ আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ও তৎপরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অত্যন্ত পরিতাপের বিষয় দীর্ঘ দিন যাবৎ উপজেলার দু’টির গুরুত্বপূর্ণ প্রায় সকল রাস্তা সংস্কার ও নতুন রাস্তা পাকা করণ না করার কারণে প্রবাসীরা যখন পরিবার পরিজনদের নিয়ে দেশে আসেন তখন বেহাল রাস্তার অবস্থার জন্য তারা অত্যন্ত মর্মাহত হন। নিদারুন দুর্ভোগ পোহানোর কারণে তারা আরেকবার দেশে আসতে আগ্রহবোধ করনে না। আমার নির্বাচনী এলাকার জনগণের জোড়ালো দাবি হচ্ছে রাস্তার সংস্কার, নতুন রাস্তা দ্রুত পাকা করণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ ও হাওর অঞ্চলের উন্নয়ন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার ওসমানীনগর ও পাশর্^বর্তী বালাগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক কৃষক ও কৃষক পরিবার বুরো ধান উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ ও সারা দেশের খাদ্য সরবরাহে ব্যাপক ভূমিকা রাখেন। এর মধ্যে পশ্চিম পৈলনপুর ইউনিয়নে অবস্থিত ভল্লবপুর এলাকাটি হাওর পরিবেষ্টিত একটি দ্বীপ এলাকা। সেখানে স্বাধীনতার পর থেকে কোন ধরণের উন্নয়নের ছোয়া লাগেনি।
এই অঞ্চলের চারদিকে মুক্তারপুর হাওর, পূর্ব হাওরের কৃষকদের বুরো ধান আগাম বন্যার কারণে প্রায়ই বিনষ্ট হয়ে যায়। তাই এই এলাকার উন্নয়নের জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই এলাকায় উন্নয়নের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। তা বাস্তবায়ন হলে অত্র এলাকার জনগণের আকাংখা ও প্রত্যাশা পূরণে বাস্তব ভিত্তিক ভূমিকা রাখবে।
ইংরেজী নববর্ষের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ২০২০ তে করোনার গভীর সংকট কাটিয়ে আমরা আমাদের দেশের পূর্ব আকাশে উদীয়মান সূর্যের মুক্তির আলো দেখতে পাচ্ছি। পৃথিবী ব্যাপি ভ্যাকসিন শুরু হয়েছে। বিশে^র সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মহান আল্লাহর অসীম রহমতে আমরা ফিরে আসব সুস্থতার জগতে। কিন্তু আতংকিত হচ্ছি আমাদের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার কথা ভেবে। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের যে ব্যাপক দূর্নীতি এবং সেবা প্রদানের ক্ষেত্রে যে দূর্বলতা দেখা গেছেÑ তা দেশবাসীকে আতংকিত করে তুলেছে। তাই এখনই সময় স্বাস্থ্য বিভাগকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিশ্চিত করা এবং এই বিভাগের দূর্নীতি কঠোর হস্তে দমন করা। কিন্তু যে ভ্যাকসিন ভারত কিনেছে মাত্র দুই ডলারে সেই ভ্যাকসিন আমাদেরকে কিনতে হচ্ছে অনেক উচ্চ দামে। যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এ বিষয়ে কোন ব্যাখ্যা আছে কিনা তা সংসদে উত্থাপন করা অত্যন্ত প্রয়োজন।
এমপি মোকাব্বির খান ‘দেশের বর্তমান পরিস্থিতিতে দূর্নীতিকে যদি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সরকারের কোন উদ্যোগেরই পুরো সুফল জনগণ ভোগ করতে পারবে না’ উল্লেখ করে বলেন, তাই দেশের বর্তমান পরিস্থিতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে ও জনগণের অধিকার রক্ষায় একটি ব্যাপক ভিত্তিক সংস্কারের দাবি জানাচ্ছি।