প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন :: কমলগঞ্জের শ্রীনাথপুর (ছলিমগঞ্জে) ছলিম বাড়ির তরুণ প্রবাসী সমাজসেবক হাসান কাওসার চৌধুরি শিপনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে “তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়” নামে আরো একটি বালিকা উচ্চ বিদ্যালয়। 
 
কমলগঞ্জের শ্রীনাথপুরে রয়েছে ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ ছলিম বাজার এবং স্বনামধন্য রায়দিঘি যা বর্তমানে ছলিম বাড়ির দিঘী বলে পরিচিত। দাস, শব্দকর, মালাকার এবং দরিদ্র শ্রেণীর শ্রেণীভূক্ত এই এলাকার মানুষের একটি উচ্চ বিদ্যালয়ের দাবি প্রায় এক যুগের। উল্লেখ্য কমলগঞ্জে রয়েছে মাত্র হাতেগোনা গুটিকয়েক বালিকা উচ্চ বিদ্যালয়।
সুশিক্ষিত ছলিম উল্লাহর বংশধর লন্ডন প্রবাসী নজির উদ্দিন চৌধুরী (মধুমিয়া) সর্বপ্রথম একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ এবং যথাসাধ্য চেষ্টা করেন। বিভিন্ন কারণবশত কারণে এই স্কুলটি আর প্রতিষ্ঠিত হয়নি। নজির উদ্দিন চৌধুরীর মৃত্যুর পর, ছলিম উল্লাহর বংশধর, সুশিক্ষিত, লন্ডন প্রবাসী মরহুম নজির উদ্দিন চৌধুরীর ভাতিজা এবং ভাগিনা, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট, তৌহিদুল ইসলাম চৌধুরী এবং কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা, সৈয়দা রুনা বেগম চৌধুরীর বড় পুত্র হাসান কাওসার চৌধুরী শিপন পুনরায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। শিপন নজির উদ্দিন চৌধুরীর পরিবার, ছলিম উল্লাহ বাড়ির বংশধর এবং এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করার প্লান পরিকল্পনা করেন। 
“সবার জন্য শিক্ষা” এই লক্ষ্যকে সামনে রেখে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্খার ফসল তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ভর্তি এবং বিদ্যালয়ের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২৭শে ডিসেম্বর জুমার নামাজের পর ছলিম বাড়ি প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত সভাপতি ৬নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফজলুল হক বাদশা, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকান্টসের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট জনাব তৌহিদুল ইসলাম চৌধুরী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, সম্মানিত এলাকাবাসীসহ বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। 
 
অত্র বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে পড়তে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, বই বিতরণ এবং ফ্রি স্কুল ড্রেস প্রদান, অভিজ্ঞ, দক্ষ এবং সুশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা স্কুলটি পরিচালনা করা, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী সর্বোচ্চ গুণগতমান  নিশ্চিত করার চেষ্টা, শিক্ষা সফর, অভিভাবক সমাবেশের ব্যবস্থা, আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানানো হয়।
গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা করার ব্যবস্থা এবং এই স্কুল প্রতিষ্ঠায় সর্বোপরি উদ্যোক্তা হাসান কাওসার চৌধুরী শিপনের সার্বিক সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করা হয়। তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলেও জানানো হয়। 
 
৬নং আলীনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ফজলুল হক বাদশা তাঁর বক্তব্যে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা বিদ্যালয়ের শুভকামনা এবং তাঁর সহযোগিতার অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন এই স্কুলটি প্রতিষ্ঠা হলে সুবিধাবঞ্চিত এলাকাবাসী অনেক উপকৃত হবেন।
কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকান্টসের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে এলাকার সামাজিক উন্নয়নের স্বার্থে এলাকাবাসীর সকলকে এই স্কুল প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে সভায় উপস্থিত সম্মানিত অতিথিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করেন, যাতে এই বিদ্যালয়টি খুব দ্রুত প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং এলাকাবাসীরা উপকৃত হন। 
এছাড়া সুদূর লন্ডন থেকে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী নজির উদ্দিন চৌধুরীর স্ত্রী রেহানা বেগম চৌধুরী, এবং নজির উদ্দিন চৌধুরীর বড় মেয়ে জেসমিন চৌধুরী। তারা তাদের বক্তব্যে উদ্যোক্তা হাসান কাওসার চৌধুরী শিপনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  মরহুম নজির উদ্দিন চৌধুরীর  ইচ্ছা এবং অপূরণীয় স্বপ্ন বাস্তবায়নে খুশি হয়ে সহযোগিতার আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত এবং বক্তব্য রাখেন  আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, ৬নং আলীনগর ইউনিয়নের মেম্বার তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী,
কমলগন্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ,মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা গুলাম রব্বানি তৈমুর, কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ স্যার, হরেন্দ্র মালাকার,
কমলগঞ্জ গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক হাবিব আহমেদ, শিক্ষক শ্যামল সিংহ, কমলগঞ্জ মডেল প্রাইমারি স্কুলের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল স্যার, শামীম আহমদ, রাসেল হাসান বখত, অ্যাডভোকেট টিটু চৌধুরী, আবুল হোসাইন, সুমন চৌধুরী, মাওলানা আরিফ উল্লাহ,  সঞ্জয় দেবনাথ, ছলিম বাড়ির জমির উদ্দিন চৌধুরী, আনোয়ার ফারুক চৌধুরী, আব্দুল মানিক চৌধুরী, সিদ্দেক চৌধুরী, কামরুল হাসান চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী রাসেল, আহসান কবীর চৌধুরী রিপনসহ অনেক শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং এলাকার সম্মানিত এলাকাবাসী। 
 
বক্তারা তাদের বক্তব্যে ছলিম উল্লাহ বংশের বংশধর, তরুণ, সুশিক্ষিত, লন্ডন প্রবাসী হাসান কাওসার চৌধুরী শিপনকে তাঁর অদম্য সাহস, উদারতা এবং সমাজমুখি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত বক্তারা আরও বলেন অতি দ্রুত স্কুলের কাজ সম্পন্ন করতে পারলে এলাকার শিক্ষার্থীগণ উপকৃত হবেন এবং ছাত্রীদেরকে উচ্চশিক্ষার জন্য আর অনেক দূরে যেতে হবে না। সভাশেষে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ করা হয় এবং খুব শীগ্রই ২০২০ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here