হঠাৎ করে সারা বিশ্ব থমকে গেল
এক ভয়ানক ভাইরাসের করালগ্রাসে
হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল
এ যেন এক অজানা অদৃশ্য শক্তি
মানব সমাজকে গ্রাস করে দিচ্ছে
মানছেনা কোন জাতী বেদাবেদ
চায়না থেকে শুরু করে সারা ইউরোপ
মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তারপর এশিয়া
ছাড়চেনা কাউকে না পুরুষ না নারী
মহামারীর ভয়ে মানব সমাজ আতঙ্কিত
করোনার কালো থাবায় সারা বিশ্বে
প্রান গেল লক্ষ লক্ষ মানুষের।
এই অশান্ত পৃথিবী হবে শান্ত
যখন মানুষ ফিরে আসবে সুপথে।