আমি নই কোন কবি,

লিখবো কি কবিতা ।

বাস্তব যখন কঠিন সত্য,

প্রকাশ পায় যদি লেখনীতে,

কবিতা তখনই হয় সার্থক ।

কল্পনা সে তো বহু দূরে,

কখনো সাথে, কখনো আড়ালে,

আবার কখনো দৃশ্য হয় –

মরীচিকার মতো ।

বাস্তব নিয়ে লিখি যখন,

কল্পনায় রূপ দেই তখন,

তাহলে কি কবিতা হলো এখন ।

শ্রুতিমধুর শব্দ চয়ন,

কবিতা হয় সুন্দর নয়ন,

যে নয়ন দিয়ে দেখা যায়,

বিশ্ব জাতির রূপ রতন ।

১৯৮৮ সাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here