প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ চাডারটন নর্থ লেবার পার্টি থেকে মোহন আলী পুনঃনির্বাচিত হওয়ায় গত ২রা জুলাই মঙ্গলবার ২০১৯ স্থানীয় ওয়েষ্টউড ইস্ট রেস্টুরেন্টে  কমিউনিটির বিভিন্ন পেশার লোকদের সাথে এক বিজয় উৎসব সভা অনুষ্ঠিত হয়।  মৌলানা কামালীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত বিজয় সভায় বক্তব্য রাখেন সর্ব জনাব মদরিস আলী, আবদুল কাদির, রিপন আহমেদ, নজরুল ইসলাম, আবদুল মালিক, ম আ মোশতাক, আব্দুল আজিজ, আবদুল কাহার, আবিদুর রহমান আরজু, মিজানুর রহমান, মাওলানা ওবায়দুর রহমান আবিদ, ইসলাম উদ্দিন  পিটিভি, আনোয়ার উদ্দিন, মৌলানা কামালি, আব্দুল মালিক, আলতাফুর রহমান, আব্দুল মতিন, নাজমুল ইসলাম, সামরু মিয়া, ফিরোজ আলি লালা, মহিবুর রহমান, দেওয়ান মহাসিন, মহসিন চৌধুরী, মুজাহিদ খান, খালেদ হোসেন, তৈয়ব আলী, জামাল উদ্দিন, কাউন্সিলর ফজলুল হক,

উপস্থিত বক্তারা কাউন্সিলর জনাব মোহন আলিকে পুনরায় নির্বাচন করার জন্য ওল্ডহাম চাডারটন নর্থবাসীকে আন্তরিক মোবারকবাদ জানান। লেবার পার্টি থেকে যারা নির্বাচনকালীন সময় মেহনত করেছেন, তাদের সভাইকে ধন্যবাদ জানান পুনরায় নির্বাচিত কাউন্সিলার জনাব মোহন আলী। মোহন আলী তার বক্তব্যে বলেন আপনারা আমাকে ভোট ও শ্রম দিয়ে পুনরায় নির্বাচিত করায় প্রথমে মহান আল্লাহ্‌র প্রতি শুক্রিয়া ও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি আপনাদের পাশে ছিলাম পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব এবং আপনাদের সেবা করে যাবো ইনশাআল্লাহ্‌।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here