প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম কুয়েত প্রতিনিধি গোলাম কিবরীয়া :: আজ ১২ এপ্রিল ২০২০ (রবিবার), কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে আরও ৮০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩৪ জনে।
আজকে করোনা আক্রান্তদের তালিকায় বাংলাদেশী ০৯ জন, ইন্ডিয়ান ৪৫ জন, পাকিস্তানী ০২ জন, মিশর ০৬ জন, কুয়েতি ০৬ জন, ফিলিপিনো ০২ জন, সিরিয়ান ০১ জন, নেপালী ০২, ইরানী ০৬ এবং পর্তুগীজ ০১ জন।
এখনো পর্যন্ত সুস্থতা লাভ করেছেন মোট ১৪২ জন। কুয়েতে এখন পর্যন্ত ০১ ইন্ডিয়ান নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।