কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জনাব আনিসুজ্জামান জানান, আজ প্রায় দুই থেকে আড়াই হাজার প্রবাসী দূতাবাসে এসেছেন। এদের মধ্যে নতুন পাসপোর্ট, আউট পাস (টিপি), সংখ্যা বেশী। তাদের মধ্যে চার ভাগের তিন ভাগই দেশে যেতে ইচ্ছুক বাকিরা এখানে বৈধভাবে থাকার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, আজ অবৈধ অভিবাসী যারা বৈধ হতে ইচ্ছুক তাদের প্রায় দুই থেকে আড়াই শত পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়েছে। আউট পাস (টিপি) দেয়া হয়েছে প্রায় হাজার বারো শতের মতো।

কত দিনের মধ্যে এই পাসপোর্ট দেয়া হবে জানতে চাইলে তিনি জানান, দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের সুবিধার্থে সর্বাত্বক সহযোগিতা ও চেষ্টা করছেন। তিনি আশা করেন এক সপ্তাহের মধ্যেই দিতে পারবেন। এই সাধারণ ক্ষমার বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশে কমউনিটির সহযোগিতা কামনা করেন।

সকল অবৈধ অভিবাসীর কাছে এই তথ্য পৌছানোর অনুরোধ করে তিনি আরো বলেন, এই সুযোগটি কুয়েতে অবৈধভাবে বসবাসরত সকল প্রবাসীদের নেয়া উচিৎ। এই সুযোগে যারা এখানে থাকতে চান তারা নতুন কফিলের (মালিক) ব্যবস্থা করে থাকার চেষ্টা করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here