প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সোমবার, ১ জুন থেকে রাজধানী ঢাকা সহ সারাদেশে সড়ক পরিবহন চালু হচ্ছে। ঘটনাক্রমে পাশের দেশ ভারতের কোলকাতা’তেও একই দিন পরিবহন চালু হতে যাচ্ছে।

কিন্তু একই দিন চালু হলেও কোলকাতায় আগের ভাড়া বহাল থাকবে। আর বাংলাদেশে ভাড়া বাড়বে ৮০ শতাংশ। এখানেই বড়ো পার্থক্য।

তবে, একটা কৌশল আছে। সেটা হচ্ছে, বাংলাদেশে ভাড়া বাড়ানোর কারণ হিসাবে বলা হচ্ছে, বাসের ৫০ শতাংশ আসন খালি থাকবে। এই জন্য ভাড়া বাড়বে। না হলে অনেক লস হবে। এই যুক্তি দেয়া হয়েছে।

একই যুক্তি কিন্তু তোলা হয়েছিলো কোলকাতায়। আগের ভাড়া থাকবে। কিন্তু বাসে ২০ জনে বেশি যাত্রী তোলা যাবে না। এই নিয়ম করা হলে বেসরকারি পরিবহন মালিকরা লোকসান এড়াতে তাদের গাড়ি রাস্তায় নামাননি।

কেবল সরকারি গাড়িগুলো চলাচল করছিলো। এতে সরকারি পরিবহনে লোকসান বেড়ে যাচ্ছিলো। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত দেন, একটি বাসে যতো আসন সে অনুযায়ী যাত্রী তুলতে হবে। আসন খালি রাখার দরকার নেই। স্বাস্থ্য বিধি মতো যাত্রীরা পেপার হাতে বাসে উঠে তার উপর বসবে। নামার সময় ডাষ্টবিনে ফেলে দেবে। কেউ বাসে দাঁড়িয়ে যেতে পারবে না। আর পুরনো বা বিদ্যমান ভাড়াই বহাল থাকবে। এই সিদ্ধান্ত সবাই মেনে সোমবার (১ জুন, ২০২০) থেকে পরিবহন চালু করবে।

আর ঢাকায় যেটা হলো, তা অনেকটাই চাতুরতা। সোমবার থেকে এখানে শত শত বাস চলতে শুরু করবে। আর অর্ধেক আসন খালি থাকবে, এটা পাগলও বিশ্বাস করবে না। আর এই বিধান কে কার্যকর করবে? ফলে, বাস ভর্তি হয়েই যাত্রীরা আসা যাওয়া করবে। একই সাথে তাদের কাছ থেকে ৮০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হবে। মোট কথা, সুকৌশলে ডাবল ভাড়াই কার্যকর করা হলো। বাস্তবতা হচ্ছে, এই বর্ধিত ভাড়া আর কখনো কমবে না।

 

পশ্চিমবঙ্গের মমতা ব্যানর্জি তার দেশে করোনায় মানুষের দূরাবস্থা বিবেচনা করে বাস ভাড়া এক পয়সাও বাড়তে দিলেন না।
আর আমাদের এখানে আম জনতার কথা বিবেচনা করা হলো না। বিবেচনা করা হলো, পরিবহন মালিকদের লোকসান। এখন তারা লোকসান দূরে থাক, মানুষের গলা কেটে আরো মুনাফা করতে থাকবে। গণমাধ্যম প্রতিদিন খবর হতে থাকবে যে ৫০ ভাগ আসন খালি রাখার সিদ্ধান্ত কাগজে কলমে। আর যাত্রীদের ডাবল ভাড়া গুনতে হচ্ছে।

কোলকাতায় আসন অনুযায়ী যাত্রী নিয়ে বাস চলবে। আর বাংলাদেশে কার্যতঃ বাস ভর্তি যাত্রী নিয়ে বাস চলবে ঠিকই, কিন্তু যাত্রীদের দিতে হবে প্রায় ডাবল ভাড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here