প্রবাসবার্তা ২৪.কম আহসানুজ্জামান আরিফঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মূল পর্বে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল।শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে তামিমরা। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। তারা দলীয় ১ রানেই ওপেনার নিরোশান ডিকওয়েলার উইকেট হারায়। দলটির অধিনায়ককোনো রান না করেই এলবিডব্লিউয়ের ফাঁদে পরে আউট হন বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বলে। এরপর দানুশকা গুনাথিলাকা ২৬ রান করে তাসকিন আহমেদের শিকার হন। তারপর অশাদা ফার্নান্দোকে ব্যক্তিগত ২ রানে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে আউট করেছেন রুবেল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান। ক্রিজে আছেন ভানুকা রাজাপাকসা ৭ ও শেহান জয়াসুরিয়া ২৪ রান নিয়ে।