ইংল্যান্ডের প্রকৃতি যেন রূপ রঙে, লাবণ্যে ডুবে যাচ্ছে। যেদিকে তাকাই শুধু সবুজ আর রংবেরঙের ফুলের সারি। পথের মোড়ে মোড়ে অসাধারণ ফুলের সমারোহ।
আমি এখন প্রায় দিনই চেষ্টা করি সমুদ্রের পাড়ে, পার্কে অথবা আমার বাড়ির আশেপাশের রাস্তায় কিছুক্ষণের জন্য হলেও হাঁটতে। পড়ন্ত বিকেলে সূর্য যখন গোধূলির রঙে রাঙিয়ে ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছে সেই সময়টা অস্তগামী সূর্যের সোনালী আলো গায়ে মেখে মেখে শেষ বিকালের হাতে হাত রেখে হেঁটে বেড়াতে অন্যরকম এক অনাবিল ভাললাগায় নিমগ্ন করে ফেলে।
প্রতিটি বাড়ির উপরে গোধূলির রংয়ের অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি পরে যে কি জাদুময়ী রূপ ধারণ করে, আমি সেই মোহিনী রূপের গহীনে ডুবে গিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি বর্ণিল ফুলের উপরে পরা সোনালী আলোর দিকে। আর আমার এইভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে রংবেরঙের ফুলেরা যেনো অনেক আনন্দ পায় তাই তারা ও যেনো তাদের সব রূপ-যৌবন উছলে দিচ্ছে জগৎ-সংসারে।
ইংল্যান্ডের প্রকৃতি এখন নিজেকে সাজাতে মেতে উঠেছে চারিদিকে চেনা-অচেনা হাজারও ফুলের সমাহারে। ফেসবুক খুললেই দেখা যায় সবাই ফুল, ফল ও সবজিতে ভরা বাগান শেয়ার করছেন। যা দেখে মনটা প্রফুল্ল ভরে যায়। আসলে ফুল, পাখি, আকাশ, সমুদ্র এসব দেখলে কার না ভালো লাগে?
প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ভালো লাগে না এমন সংখ্যা খুব কমই মিলবে। মন ভালো করার জন্য কত অবদানই না রয়েছে এই প্রকৃতির মাঝে তাই মন এবং শরীর ভালো রাখার চেষ্টায় প্রকৃতির সাথে নিবিড় ভাবে সময় কাটানোর চেষ্টা করি কারণ সুস্থ, স্বাভাবিক জীবনযাপনের জন্য এর চেয়ে ভালো ওষুধ আর কিছু আছে বলে আমার মনে হয় না!
২৪/৭/২০ যুক্তরাজ্য

 

Chat conversation end

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here