প্রবাস বার্তা ২৪ডটকম নিউজডেস্কঃ উপজেলা নির্বাচন আর মাত্র কয়েক ঘণ্টা বাকী, ছাতক উপজেলা নির্বাচনে দুই ভাই দুই প্রার্থীর প্রতিদন্ধি। আগামীকাল ১০ মার্চ আসন্ন ছাতক উপজেলা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।পক্ষান্তরে সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ-পিরিচ মার্কা নিয়ে নির্বাচনের লড়াই করছেন।
এদিকে নির্বাচনী মাঠে দুই ভাই দুই প্রার্থীর হয়ে মাঠ কাঁপাচ্ছেন।
আজ শনিবার বিভিন্ন গণমাধ্যমে এবং তথ্যসূত্রে জানা যাচ্ছে যে, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ-পিরিচ মার্কায় তিনি প্রচার প্রচারণা এবং নির্বাচনী এজেন্টদের নিয়ে মিটিং করে কাপ পিরিচ মার্কাকে বিজয় করতে নেতৃবৃন্দদেরকে আহ্বান জানান।
অন্যদিকে ছাতক পৌরসভার মেয়র এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা কালাম চৌধুরী ছাতক-দোয়ারা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর আস্থাবাজন এবং জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুর রহমানকে সমর্থন জানিয়েছেন এবং নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য ছাতকের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মিটিং করতে দেখা গেছে এবং নৌকাকে বিজয় করার জন্য বিভিন্ন মহলকে আহ্বান জানাচ্ছেন।
এদিকে, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলোর অনেক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং শামিম চৌধুরীকে অবগত করে বলেন আমরা সারা জীবন আওয়ামীলীগ করলাম এখন নৌকার বিদ্রোহী প্রার্থী অলিউর রহমান বকুলকে কাপ-পিরিচ মার্কায় ভোট দিতে হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মীরা।
এব্যাপারে জানতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাম্বার ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।