প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সূপরিচিত মুখ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী একমাত্র ছেলে মরহুম জিমাম চৌধুরী (২১) এর নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দরগা-ই-হজরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে। গত ৩০শে জানুয়ারী নিউইয়র্কের বাসভবনে ২১ বছর বয়সের তরুণ জিমাম চৌধুরীর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকালে মৃত্যুবরন করে।
উল্লেখ্য যে, একমাত্র ছেলে জিমাম ও পরিবারসহ গত ডিসেম্বরের শেষ সপ্তাহে জুয়েল চৌধুরী বাংলাদেশে আসেন। ২৭ জানুয়ারি জিমাম একা নিউইয়র্কে ফিরে যায়। পারিবারিক বন্ধুর পরিবার তাঁকে জেএফকে বিমানবন্দর থেকে তাঁদের বাসায় নিয়ে যায়। ওই রাতে জিমাম সেখানেই ছিলেন। পরদিন ২৮ জানুয়ারি সন্ধ্যায় জিমামকে জামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৯ জানুয়ারি শুক্রবার সারা দিন জিমামের সঙ্গে নিউইয়র্কে কারও যোগাযোগ করার খবর জানা যায়নি। ৩০ জানুয়ারি দুপুরে জিমামের এক বন্ধু বাসায় এসে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে তিনি একই বাসার নিচ তলার লোকজনের সাহায্যে বাসায় ঢুকে জিমামকে নিশ্চল অবস্থায় দেখে ৯১১-এ কল দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিমামের মৃতদেহ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। চিকিতসকেরা নিশ্চিত করেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জিমামের মৃত্যু হয়েছে।
ব্রুকলীনে আল-রাইয়ান ফিউনারেলে জিমামের গোসল দেয়া শেষে ৩১ জানুয়ারি রবিবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাতটায় (বাদ এশা) আহলে বায়ত মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা সাড়ে এগারোটায় জিমামের লাশ সিলেট পৌছার কথা রয়েছে। ঐক্যতান ১৩২ পশ্চিম পীরমহলাস্থ নীজ বাসভবনে স্বজনদের দেখানোর জন্য জিমামের লাশ কিছু সময় সেখানে রাখা হবে। পরে লাশ দরগা-ই-শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গনে নেয়া হবে। বাদ জুমা নামাজে জানাজা শেষে দরগা গোরস্থানে পিতামহ ডাঃ এম এ জলিল সাহেবের কবরের পাশে তাকে দাফন করা হবে।
প্রবাস বার্তা টোয়েন্টফোর ডটকমের সম্পাদক ম আ মোশতাক ও মুহিত খান এনাম জিমামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here