প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিশ্বব্যাপী করুণার প্রাদুর্ভাবে সাধারণ মানুষের দুর্দশা লাগবে একটুখানি সহযোগিতার উদ্দেশ্যে টাইগার্স ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন ও প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে অর্থ সংগ্রহের আয়োজন করে।

পবিত্র মাহে রমজানে আমাদের এই আপিলে সাড়া দিয়ে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন তারা হলেন ন্যান্সি বেগম, জুলফিকার আলী এমন, জুলকদর আলী স্বপন, নাদিয়া ইলগামারী, দেলোয়ার হোসেন, কয়েস আহমেদ, ফারহানা বেগম সুইটি, সামিহা তামান্না মোস্তফা, জুলহাস আলী সায়মন, মোঃ সোহেল মিয়া, আব্দুল মুকিত চৌধুরী সেতু, ফেরদৌসী আলী বেগম, শফিকুর রহমান মুকুল, মোহাম্মদ সামাউন, মিজানুর রহমান মিজান, নাজমা মিয়া, নাজমিন সুলতানা সুমি, সোহেল আহমেদ, আখলাকুজ্জামান সোহেল, সাইদুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল মালিক, মুহিত খান এনাম, মোঃ শওকত, রাহাত মোস্তফা, সোহানা মোস্তফা, নূরজাহান বেগম আলী, গোলাম কিবরিয়া, শিমু আহমেদ এনাম, রুবেল সিদ্দিকী, কবির উদ্দিন, রাসেল আহমেদ, গিয়াস উদ্দিন, আব্দুল মছব্বির সহ আরো অনেকে।

টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অর্থ সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে। সিলেটের জালালপুর, বিশ্বনাথের সরুআলা, গরপুর, শ্বাসরাম, বুদুরাইল, বেকারগাও, দিতপুর, ইকবালপুর, দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী, মিয়াজানের গাও, বাহারা দুবাগ, হাসনাজির, পাড়ুয়া, দৌলতপুর, দূরজাকাফন, সুনামগঞ্জ জেলার অন্তর্গত ছাতকের গোবিন্দগঞ্জ, দিরাই, শাল্লা, মৌলভীবাজারের কুলাউড়া এলাকা এলাকার অভাবী ও কম আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

ইতিপূর্বে টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন জালালপুর শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরনের সংবাদ পরিবেশন করেছে। ইতিমধ্যে তাদের কাছে আরও দুটি এলাকার সংবাদ এসে পৌঁছেছে এবং পর্যায়ক্রমে তা প্রকাশ করবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ।

টিআইএ কর্তৃক ঘোষিত ইমারজেন্সি করোনা আপিল এখনো অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংগঠনের পরিচালক ম আ মোশতাক বলেন, আমরা বর্তমানে বরিশাল এলাকার ঝালকাঠি নলছিটি ও তত্সংলগ্ন কিছু এলাকা চিহ্নিত করে তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছি এবং ২/১ সপ্তাহের মধ্যে আমরা অত্র এলাকায় অর্থ বিতরণ এর কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আশাবাদী।

আর্থ মানবতার সেবায় এগিয়ে আসার জন্য সকল বাংলাদেশী ভাই বোনদের বিশেষ ভাবে অনুরুধ জানিয়েছেন। আপনাদের অনুদান জাস্ট গিভিং এর মাধ্যমে দিতে পারেন। অনুদান দেওয়ার সময় গিফট এইড সহ দিলে সরকার তাদেরকে আরো ২৫ ভাগ অর্থ সাহায্য করবে। তাই আসুন আপনি নিচের লিংক ব্যবহার করে আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন এই মহৎ কাজে শরিক হোন।

https://www.justgiving.com/fundraising/mustak-mustafa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here