প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ১৫ই অক্টোবর ২০২৪, ওল্ডহ্যাম শহরে টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশন – টি আই এর নিজস্ব কার্যালয়ে সম্প্রতি ম আ মোশতাক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় এক সম্বর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। ওল্ডহ্যাম শহরের প্রবীণ মুরব্বী জনাব সমছু মিয়ার সভাপতিত্বে ও রুবেল সিদ্দিকীর প্রাণবন্ত সঞ্চালনায় সম্বর্ধনা সভা অনুষ্টিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফিজ বুরহান উদ্দিন ও বক্তব্য রাখেন টাইগার্স এসোসিয়েশনের পরিচালক মুহিত খান এনাম, মনসুর আহমেদ, মশরফ আলী, মোহাম্মেদ উল্লাহ বাদশা, মোক্তার আলী, আবিদ মিয়া, জহুরুল হক চৌধুরী আরিফ, মোহাম্মেদ নূরুজ্জামান, সালিক মিয়া, মোহাম্মেদ উল্লাহ বাবুল প্রমুখ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তজম্মুল আলী, তেরাব আলী, আঙ্গুর খান, মহিম উদ্দীন, নিজাম উদ্দীন, ইসলাম আলী, জসিম উদ্দীন, কবির উদ্দীন, জিয়াউল হক প্রমুখ
টাইগার্স এসসিয়েশনের পরিচালক রুবেল সিদ্দীক বলেন গত (২রা সেপ্টেম্বর ২০২৪) মোস্তাফা আহমেদ মোশতাককে প্রি-টারশিয়ারি অ্যান্ড হায়ার এডুকেশন (QAHE) এর সাথে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর কোয়ালিটি অ্যাসিউরেন্সের সহযোগিতায় আমেরিকান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস দ্বারা কমিউনিটি ডেভোলাপমেন্ট এবং পাবলিক সার্ভিসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।
টি আই এর পরিচালক মুহিত খান এনাম বলেন, মুস্তাফা আহমেদ মোশতাক একজন নিবেদিত প্রাণ কমিউনিটির নেতা, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং জনসেবক। যার রয়েছে ৩০ বছরের বেশি কমিউনিটির কাজে এক বর্ণাঢ্য অভিজ্ঞতা ।
বিশেষ অতিথি সুর সংগীতালয়ের পরিচালক শিল্পী নুরুজ্জামান বলেন, ম আ মোশতাক কমিউনিটির উন্নয়নে, সামাজিক সংহতি প্রচারে এবং স্থানীয় বাসিন্দাদের পক্ষে সমর্থন করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য । বিশেষ করে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যক্তিজীবনের উন্নয়নে তার অটল অঙ্গীকারের জন্য তিনি পরিচিত। ইতিমধ্যে তিনি তার কাজে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছেন, এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্টিত করেছেন।
অনুষ্টানের সম্বর্ধিত অতিথি ডঃ ম আ মোশতাক বলেন, আমাদের কমিউনিটির উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরোও বলেন, আমদের কমিউনিটির মধ্যে অনৈক্য থাকার কারনে অনেক সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে যেমন আবাসন, শিক্ষা, চাকুরী, ব্যবসা, ক্রিড়া অনুশীলন, বিনোদন, অভিবাসন, সাহিত্য- সংস্কৃতি ইত্যাদী বিষয়গুলোতে প্রবাসী বাংলাদেশীদের দুর্ভোগের শেষ নেই। এর উত্তরণের একমাত্র পথ হচ্ছে কমি উনিটির মধ্যে এক্য ও সম্মিলিতভাবে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি বলে অভিমত ব্যক্ত করেন।
ওল্ডহ্যাম কমিউনিটির পক্ষ থেকে ম আ মোশতাক সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্টানের শেষার্ধে মোশতাকের অগ্রযাত্রা অব্যাহত ও তার দীর্ঘায়ু কাম্না করে দোয়া করা হয় এবং উপ স্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।
Your blog has quickly become my go-to source for reliable information and thought-provoking commentary. I’m constantly recommending it to friends and colleagues. Keep up the excellent work!
you are in reality a good webmaster The website loading velocity is amazing It sort of feels that youre doing any distinctive trick Also The contents are masterwork you have done a fantastic job in this topic
I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble You are amazing Thanks
Your writing always leaves me feeling inspired and motivated. Thank you for sharing your wisdom with the world.